• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আইপিএল নিলামে কোন নিয়মে ছাঁটাই হতে পারেন ক্রিকেটাররা

ক্রিকেটারদের আইপিএল খেলা নির্ভর করে দলগুলির উপর। কোনও দল আগ্রহ দেখালে তবেই নিলামে ওঠার সুযোগ থাকে। আবার নিলামের চূড়ান্ত তালিকায় নাম থাকলেও দল পাওয়া নিশ্চিত নয়।

প্রতীকী চিত্র

আইপিএল ক্রিকেটে আসন্ন নিলামের জন্য নাম লিখিয়েছেন দেশ-বিদেশের ১৫৭৪ জন ক্রিকেটার। তবে আগামী ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডার নিলামে সকলের নাম ডাকা হবে না। কত জনের নাম শেষ পর্যন্ত নিলামের তালিকায় থাকবে, সব কিছু খতিয়ে দেখে তা প্রকাশ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই নাম লিখিয়ে ক্রিকেটাদের অপেক্ষা করতে হবে তাঁদের নাম আছে কিনা।

গত বছর আইপিএলের নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছিলেন ১১৬৬ জন ক্রিকেটার। নিলামের চূড়ান্ত তালিকায় শেষ পর্যন্ত জায়গা পেয়েছিলেন ৩৩৩ জন। আবার ২০২২ সালের পূর্ণ নিলামে নাম নথিভুক্ত করিয়েছিলেন ১২১৪ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন ৬০০ জন। অর্থাৎ, নাম নথিভুক্ত করা মানেই আইপিএলের নিলামে সুযোগ পাওয়া নিশ্চিত নয়।

নিয়ম অনুযায়ী, ১০ টি দল তাদের পছন্দের বা প্রয়োজনীয় ক্রিকেটারদের নামের তালিকা জমা দেবে। যে ক্রিকেটারদের তারা কিনতে পারে, তাঁদের নামের তালিকা অ্যাক্সেলেরেটেড রাউন্ড শুরুর পর জমা দিতে হবে। দলগুলির দেওয়া নামের ভিত্তিতে চূড়ান্ত করা হবে ১৫৭৪ জন ইচ্ছুক ক্রিকেটারের মধ্যে কারা চূড়ান্ত তালিকায় জায়গা পাবেন। যে ক্রিকেটারদের নাম কোনও দলের তালিকাতেই থাকবে না, তাঁরা নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাবেন না।

ক্রিকেটারদের আইপিএল খেলা নির্ভর করে দলগুলির উপর। কোনও দল আগ্রহ দেখালে তবেই নিলামে ওঠার সুযোগ থাকে। আবার নিলামের চূড়ান্ত তালিকায় নাম থাকলেও দল পাওয়া নিশ্চিত নয়। দলগুলির দেওয়া তালিকায় বেশ কিছু বিকল্প নাম থাকে। ফলে সকলের দল পাওয়ার সুযোগ হয় না। একটি দল সর্বোচ্চ ২৫ ক্রিকেটারকে নিতে পারে। এ বারের নিলামে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। তাঁদের মধ্যে বিদেশি হতে পারেন সর্বোচ্চ ৭০ জন। তাই ক্রিকেটাররাও এখন তাকিয়ে আছেন মেগা নিলামে তাঁর নামটা কোন ফ্র্যাঞ্চাইজি দল ডাকতে পারে?