ঘূর্ণি ঝড়ের আতঙ্কে ক্রিকেট

আগামী শনিবার রঞ্জি ট্রফি ক্রিকেটে তৃতীয় ম্যাচে বাংলা মুখোমুখি হবে শক্তিশালী কেরলের বিরুদ্ধে। খেলা হওয়ার কথা সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে। দু’দিন আগে থেকেই ঘূর্ণি ঝড়ের আতঙ্কে মাঠ কোনও ভাবেই খেলার অনুপযোগী না হয় তার জন্য কভার দেওয়া হয়েছে। কিন্তু আবহাওয়া অফিস থেকে যে খবর আসছে। তাতে বলা হয়েছে ঘূর্ণি ঝড়ে দাপটে ব্যাপক ক্ষতি হতে পারে। হবে মুষলধারে বৃষ্টি।

সেই কারণেই সিএবি’র পক্ষ থেকে সারাভারত ক্রিকেট সংস্থার কাছে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য। ম্যাচ যদি বন্ধ না করা হয় এবং সেই ম্যাচ বৃষ্টি ও ঝড়ের জন্য ভণ্ডুল হয়ে গেলে দুই দল এক পয়েন্ট করে পাবে। শুধু কেরল ম্যাচ নয় আগামী ২৭ অক্টোবর বাংলার অনুর্ধ্ব ২৩ ক্রিকেট দল খেলবে রেলওয়েজের বিরুদ্ধে। ওই ম্যাচটিও পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।