আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দলের অত্যন্ত খারাপ পারফরমেন্স নিয়ে আলোকপাত করা এবং তার সমাধানের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে অনুরোধ করার পরিকল্পনা করা হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান ব্যবস্থাপনা এবং ব্যয় নিয়ে সকল উদ্বেগগুলি ফেডারেল মন্ত্রিসভা ও সংসদে আলোচনা করা হবে বলে শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রী শরিফের রাজনৈতিক ও জনবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি স্বাধীন প্রতিষ্ঠান, এবং তাদের অনুমতি আছে প্রয়োজন অনুযায়ী তাদের নিজের মতন কাজ করার এবং এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা যা করেছে, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব বিষয়টি নিয়ে মন্ত্রিসভা এবং সংসদে আলোচনা করার জন্য। পিসিবিকেই এই অবস্থার জন্য জবাবদিহি করতে হবে।’
এই টুর্নামেন্টে পাকিস্তান পরপর দুটো খেলাতেই হার স্বীকার করে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে এবং চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে। বাংলাদেশের বিপক্ষে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। দুই দলই একটি করে পয়েন্ট পায়। পাকিস্তানের এই লজ্জাজনক পরিস্থিতির জন্য খেলোয়াড়রাই কি দায়ী? এই প্রশ্ন উঠেছে।