• facebook
  • twitter
Monday, 28 April, 2025

আসানসোলে হবে ক্রিকেট একাডেমি: মলয় ঘটক

টুর্নামেন্টটি উদ্বোধন করেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক

নিজস্ব চিত্র

টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল আসানসোলে। আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই খেলার আয়োজন করা হয়। ৮টি দল নিয়ে পঞ্চম বর্ষ দেবব্রত চ্যাটার্জি ও শংকর চ্যাটার্জী স্মরণে এই টুর্নামেন্ট হয়। প্রথম দিনের খেলায় সিদ্ধেশ্বরী ক্রিকেট একাডেমি ১১ রানে জয়লাভ করে, পরাজিত হয় ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব।

সিদ্ধেশ্বরী ক্রিকেট একাডেমি টসে জিতে প্রথম ব্যাট করে। তারা ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান করে। ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে কেবলমাত্র ১৪২ রান করতে পারে। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন আমজাদ খান ও সেলিম আকতার।

টুর্নামেন্টটি উদ্বোধন করেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক। মন্ত্রী জানান, আসানসোলে ক্রিকেট একাডেমি খোলার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন এই নিয়ে সৌরভ গাঙ্গুলীর সঙ্গেও কথা হয়েছে। উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মৌসুমি বোস সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন অমিত রুদ্র, সৌরভ মিত্র, অমিত সিং, বিশ্বজিৎ দাস, মানস মিত্রদের সংবর্ধনা দেওয়া হয়।