• facebook
  • twitter
Saturday, 28 December, 2024

করােনার প্রকোপ মেলবাের্ন

করোনার প্রকোপের জন্য খেলােয়াড়রা নানান নিয়ম পালন করছেন অবশ্যই নিয়মটা পালন করছেন তাদের স্বাস্থ্য সুস্থ রাখার জন্য। সিডনিতে বাড়ছে কৱােনা সংক্রমণ।

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

করোনার প্রকোপের জন্য খেলােয়াড়রা নানান নিয়ম পালন করছেন অবশ্যই নিয়মটা পালন করছেন তাদের স্বাস্থ্য সুস্থ রাখার জন্য। এবারে নতুন নিয়ম নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বিগ ব্যাশে অংশগ্রহণকারী ক্রিকেটারদের জন্য।

তাদের চুল কাটার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হল। সিডনিতে বাড়ছে কৱােনা সংক্রমণ, তার ফলেই এমন নির্দেশ বলে জানানাে হয়েছে। করােনা সংক্রমণ হঠাৎ করে বেড়ে যাওয়ায় বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। আরও নিয়ম কঠোর করার সিদ্ধান্ত নিতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া সেটা জানানাে হয়েছে।

রিপাের্ট অনুযায়ী, বাইরের খাবার তারা নিতে পারবে না যদি আগে থেকে অর্ডার দেওয়া থাকে, তবে দলের জার্সি পরে যেতে পারবে না সেটা আনতে। ব্রিসবেনে বিগ ব্যাশের দলের ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই রাখা হয়েছে ।