রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘাত, স্টেডিয়ামে মৃত শতাধিক দর্শক

মাঠে সংঘাতের মুহূর্তে।

কোনাক্রি– পশ্চিম আফ্রিকার গিনিতে ফুটবল ম্যাচ দেখতে গিয়ে প্রাণ হারালেন অন্তত ১০০ জন দর্শক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই সূত্রের খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রবিবার ঘটনাটি ঘটেছে গিনির দ্বিতীয় বৃহত্তম শহর নজেরেকরে। সেখানে রেফারির সিদ্ধান্ত ঘিরে অশান্তি শুরু হয় দুই দলের সমর্থকদের মধ্যে। পরে স্মশানের আকার ধারণ করে গোটা স্টেডিয়াম। দু’পক্ষের সংঘাতে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গিনির সামরিক নেতা তথা প্রেসিডেন্ট মামাদি দোম্বুয়ার উদ্দেশ্যে একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। রবিবার সেই টুর্নামেন্টের একটি ম্যাচ দেখতেই স্টেডিয়ামে ভিড় জমান হাজার-হাজার ফুটবলপ্রেমীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাচ চলাকালীন একটি বিতর্কিত সিদ্ধান্ত নেন রেফারি। সেখান থেকে সংঘাতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা। খেলা চলাকালীনই মাঠে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তারপর শুরু হয় দুই দলের মধ্যে হাতাহাতি। সেই সংঘাত এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে তাতে একে–একে মৃত হয় ১০০ মানুষের।

মাঠের বিক্ষোভের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রচুর দেহ এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। প্রাণভয়ে ছোটাছুটি করছেন অনেকেই। জানা গিয়েছে, মাঠে তুমুল অশান্তির পরে স্থানীয় থানায় গিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। তার পর থেকেই একের পর এক দেহ উদ্ধার করা হয়েছে স্টেডিয়াম চত্বর থেকে। স্থানীয় হাসপাতালগুলোতে উপচে পড়ছে মৃতদেহ। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, ‘হাসপাতালে যতদূর চোখ যাচ্ছে, স্রেফ মৃতদেহ। অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। মর্গেও আর দেহ রাখার জায়গা নেই। তাই হাসপাতালের মেঝেতেই ফেলে রাখা হয়েছে দেহ।’ গিনি প্রশাসনের তরফে অবশ্য এই ঘটনা নিয়ে কিছুই জানানো হয়নি।