এবারের মহানিলামে একাই নজর কেড়ে নিয়েছিল ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশী। বৈভবকে ১.১০ কোটি টাকায় কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস। যদিও এখনই তাঁকে আইপিএলে খেলা হবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। রাজস্থান রয়্যালসের ইঙ্গিত, অভিষেকের আগে বৈভবকে অপেক্ষা করতে হতে পারে।
গত বছর ভারতীয় ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছিল বৈভব। বিজয় হজারে ট্রফিতে বরোদার বিরুদ্ধে অর্ধশতরান করে। কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসাবে তিনিই এই মাইলফলকে পৌঁছেছেন। এ ছাড়া যুব দলের টেস্টে দ্রুততম ক্রিকেটার হিসাবে ৫৮ বলে শতরান করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
রাজস্থানের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের মতে, বৈভবের যা প্রতিভা তাতে সে দ্রুত উপরে উঠে এসেছে। তবে আইপিএলে অভিষেক হওয়ার আগেই তাকে সময় দেওয়া জরুরি।
রাঠোরের কথায়, ‘আমি নিশ্চিত নই যে ওকে খেলানো হবে কি না। দলের কৌশল, পিচ এবং বিপক্ষের উপরও সেটা নির্ভর করছে। ওকে দলে নেওয়া হয়েছে কারণ ও প্রতিভাবান ক্রিকেটার। ওর অনেক দক্ষতা রয়েছে। এত কম বয়সে এত প্রতিভাবান ক্রিকেটার আগে দেখিনি। আশা করি ভবিষ্যতে বড় ক্রিকেটার হবে।’