কোচ অস্কার চোট পাওয়া খেলোয়াড়দের নিয়ে চিন্তায়

ফাইল চিত্র

আইএসএল ফুটবলে শেষ ছয়ে থাকার চেষ্টায় ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো বেশ চিন্তার মধ্যে রয়েছেন। অবশ্য তিনি প্রকা্শ্যে সেই কথা স্বীকার না করলেও তাঁর শরীরী ভাষায় তা প্রকাশ পাচ্ছে । বিশেষ করে দলের ভরসা বিদেশি তারকা ফুটবলার মাদিহ তালালের চোট নিয়ে ভাবনার মধ্যে রয়েছে দল। তিনি কবে চোটমুক্ত হয়ে দলে ফিরবেন, তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।

এদিকে শোনা যাচ্ছে, হ্যামস্ট্রিংয়ের চোট সারাতে অস্ত্রোপচার করাতে চলেছেন ইস্টবেঙ্গলের তারকা বিদেশি মাদিহ তালাল। মুম্বইয়ে প্রখ্যাত চিকিৎসক অনন্ত জোশীর অধীনে অস্ত্রোপচার হতে চলেছে তাঁর। সে জন্য বড়দিনের সন্ধ্যায় মুম্বই উড়ে গিয়েছেন এই ফ্রেঞ্চ-মরোক্কান মিডফিল্ডার। বৃহস্পতিবার তাঁর চোটের কিছু পরীক্ষা করা হয়। সব কিছু ঠিক থাকলে শুক্রবারই তালালের অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা।
এরপর ফ্রান্সে রিহ্যাব করার কথা তাঁর। পরবর্তীতে ফের জুনে ভারতে ফিরতে পারেন তালাল। এই মরশুমে যে তাঁকে আর পাওয়া যাবে না, তা আগেই বিবৃতি দিয়ে নিশ্চিত করেছেন ইস্টবেঙ্গলের কর্মকর্তারা। ইতিমধ্যে মরশুমের বাকি সময়ের জন্য তাঁর পরিবর্ত খোঁজার কাজও শুরু হয়েছে। টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, আইএসএলে খেলে যাওয়া বিদেশিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আইএসএলে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটি জিতেছে ইস্টবেঙ্গল। এবার শনিবার হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ জিতে বছর শেষ করাই লক্ষ্য লাল-হলুদ শিবিরের। তাই বড়দিনেও ফুটবলারদের ছুটি দেননি কোচ অস্কার ব্রুজো। সেইভাবে অনুশীলন করেননি আক্রমণের তিন সদস্য দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, নন্দকুমার এবং পিভি বিষ্ণু। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে এলেও মিনিট পনেরোর টিম মিটিং শেষেই চলে যান তাঁরা। বাকি দল নিয়ে ঘণ্টা দেড়েক অনুশীলন করালেন কোচ অস্কার ব্রুজো। ফিজিক্যাল ট্রেনিংয়ের পর দীর্ঘক্ষণ সিচুয়েশন প্র্যাকটিস করেন ক্লেটন সিলভারা। পরে সেট-পিসের অনুশীলনে সবাইকে ব্যস্ত থাকতে দেখা যায়। ছিলেন না মহম্মদ রাকিপ। অন্যদিকে, আইএসএলের ‘টিম অফ দ্য উইকে’ জায়গা পেলেন লাল-হলুদের আনোয়ার আলি ও পিভি বিষ্ণু। কোচ হিসেবে জায়গা পেয়েছেন লাল-হলুদের অস্কার ব্রুজো।