• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

সবুজ-মেরুনই জিতবে হুঙ্কার কোচ মোলিনার

জামশেদপুর বিপক্ষ দল হতে পারে, তারা কী অঙ্কে খেলবে, সেটা তাদের ভাবনা। আর আমরা মাঠে নামব জেতার লক্ষ্যে। কোনওরকম সমীহ করা নেই।

নিজস্ব চিত্র

আইএসএল ফুটবলে লিগ-শিল্ড জয়ের কৃতিত্ব ইতিমধ্যেই দেখিয়ে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্টস। পরপর দু’বার এই প্রতিযোগিতায় সেরা হওয়ার দক্ষতায় মোহনবাগান সবাইকে টেক্কা দিয়েছে। এখন সামনে কাপ জয়ের লক্ষ্য। ছ’দলের মধ্যে লড়াইটা হবে এই মানসিকতা নিয়ে প্রত্যেকেই তৈরি হয়েছে। তবে ইতিমধ্যেই শেষ চারে খেলার জন্য মোহনবাগানের সামনে জামশেদপুর এফসি। আর অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে এফসি গোয়া ও বেঙ্গালুরু এফসি। মোহনবাগান ও জামশেদপুরের মধ্যে সেমিফাইনালের প্রথম লেগের খেলা আগামী বৃহস্পতিবার। খেলা হবে জামশেদপুরে। জামশেদপুরের কোচ খালিদ জামিল। এখানে উল্লেখ করা যেতে পারে, মোহনবাগানের কোচ হোসে মোলিনা জামশেদপুরকে ছোট করে দেখার কোনও চেষ্টা করছেন না। তবে তিনি সতর্ক নিজের পরিকল্পনা কেমন হবে, তা খেলোয়াড়দের কাছে বড় হাতিয়ার হবে। সেই ভাবনাতেই পুরো দলটাকে অনুশীলনের মধ্যে দিয়ে তৈরি করে ফেলেছেন।

জামশেদপুর বিপক্ষ দল হতে পারে, তারা কী অঙ্কে খেলবে, সেটা তাদের ভাবনা। আর আমরা মাঠে নামব জেতার লক্ষ্যে। কোনওরকম সমীহ করা নেই। প্রতিপক্ষকে সবসময় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে হবে। আমরা যদি ভাবি খুব সহজেই ম্যাচটা নিজেদের দখলে রাখতে পারব, সেটা ভাবতে রাজি নই। যখনই ফুটবল যুদ্ধে লড়াই করতে মাঠে নামতে হয়, তখন কিন্তু মনে রাখতে হবে প্রতিপক্ষ দলকে কীভাবে ঘায়েল করা যায়। খেলোয়াড়দের চোট নিয়ে আপনার কোনও ভাবনা? তার উত্তরে খুব সহজভাবে কোচ মোলিনা বললেন, খেলোয়াড়দের চোট আঘাত একটা খেলার অঙ্গ। সেই নিয়ে সময় নষ্ট না করে যাঁরা খেলবেন, তাঁদের নিয়ে আরও বেশি সচেতন হতে হবে। মনবীর সিং ও আপুইয়ার চোট সম্পর্কে সেইভাবে গুরুত্ব দিতে চাননি কোচ। তবে বলেছেন, ফিট খেলোয়াড়দের নিয়ে দল গঠন করা হবে। আবার তিনি বলেছেন, বিকল্প হিসেবে রিজার্ভ বেঞ্চে অনেক খেলোয়াড় রয়েছেন, তাঁদের নিয়ে ভাবব। তাই অনুশীলনে দেখে নিয়েছি সাহাল আবদুল সামাদকে। ভাবনার মধ্যে রয়েছে দীপক টাংরি ও অনিরুদ্ধ থাপা। সেই কারণে দলে সবসময় রিজার্ভ বেঞ্চের দিকে তাকিয়ে থাকতে হয়। কোনওরকম ভাবে চোটপ্রাপ্ত খেলোয়াড়দের নিয়ে বেশি সময় নষ্ট করা ঠিক হবে না।

আইএসএল লিগের খেলায় ঘরের মাঠে মোহনবাগান ৩-০ গোলে জয় পেয়েছিল জামশেদপুরের বিরুদ্ধে। কিন্তু দ্বিতীয় পর্বে জামশেদপুরের সঙ্গে দ্বিতীয় লেগে খেলা শেষ হয়েছিল ১-১ গোলে। মনে রাখতে হবে আক্রমণের ঝাঁঝ যদি কমে যায়, তাহলে বিপদ ঘনীভূত হয়। এএফসি কাপে ভারতের হয়ে বিশাল কাইত গোলরক্ষক হিসেবে মাঠে নেমেছিলেন। কিন্তু তিনি সেইভাবে নজর কাড়তে পারেননি। বাংলাদেশের বিরুদ্ধে খেলাটি শেষ হয়েছিল গোলশূন্য ভাবে। সেই বিশাল সম্পর্কে আাপনার ধারণা? কোচ মোলিনা বলেন, সব টুর্নামেন্টে আলাদা একটা ছক থাকে। তাই কখন কীভাবে খেলোয়াড়রা বিন্যাস করবেন, সেটা তাঁদের দায়িত্ব। কাউকে কি আপনি মার্কার হিসেবে ব্যবহার করবেন? কোচ মোলিনা হেসে বলেন, কিসের মার্কার? ফুটবলে আলাদা কোনও মার্কার বলে শব্দ আমার জানা নেই। খেলবে তো সবাই। সবার পারফরম্যান্সই কথা বলবে।

জামশেদপুরের বর্তমান কোচ খালিদ জামিলকে ভারতীয় দলে প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবা হচ্ছে। এই প্রসঙ্গে আপনার অভিমত? কোচ মোলিনা বলেন, এই ভাবনা তো আমার নয়, যাঁরা নির্বাচন করবে, তাঁরাই এর উত্তর দিতে পারবে। আবারও বলছি, জামশেদপুরের বিরুদ্ধে জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামব। প্রথম লেগের ম্যাচে যদি এগিয়ে থাকা যায়, তাহলে দ্বিতীয় সেমিফাইনালে খোলা মনে খেলতে পারব।