জামশেদপুর এফসি’র বিরুদ্ধে সবুজ-মেরুন ব্রিগেড ভালো খেলতে পারেনি। পয়েন্ট নষ্ট করতে হয়েছে। সেই আক্ষেপের কথা শোনা গেল মোহনবাগান সুপার জায়ান্টসের কোচ হোসে মোলিনার গলায়। কোচ মোলিনা স্পষ্ট বলেন, মঙ্গলবার চেন্নাইয়িন এফসি’র বিপক্ষে জিতে জয়ের সরণিতে ফিরতে চাই। মাত্র তিনদিনের ব্যবধানে পরপর দুটো অ্যাওয়ে ম্যাচ খেলবেন ফুটবলাররা। শনিবার ফুটবলারদের বিশ্রাম দেওয়া হয়েছে। রবিবার অনুশীলন করলেন ফুটবলাররা।
এবারে কোচ মোলিনা বলেন, জামশেদপুরের বিপক্ষে বেশ কিছু ভুল করাতে গোলের সুযোগ হাতছাড়া হয়েছে। সেই ভুলটা চেন্নাইয়ের সঙ্গে করলে চলবে না। এই সতর্কবার্তা দিয়েছেন ফুটবলারদের উদ্দেশ্যে। তিনি আবার বলেন, ফুটবলারদের প্রতি পূর্ণ বিশ্বাস আছে। সেরা খেলা উপহার দিতে পারবেন চেন্নাইয়ের মাঠে। দল জিতবে।
রবিবার ফুটবলাররা সেইভাবে পরিশ্রম করেননি। হালকা চালে দৌড়াদৌড়ি করেছেন। আসলে একদিনের বিশ্রামের পরে ফুটবলাররা জড়তা কাটিয়েছেন সবাই। ফিটনেস ট্রেনিং ও সিচুয়েশন প্র্যাকটিশে নজর দেওয়া হয়েছিল। সাহাল আহমেদ সাইড লাইনের ধারে বসেছিলেন। স্বাভাবিক, তিনি চেন্নাইয়ের বিপক্ষে প্রথম একাদশে থাকবেন না। আশিস কুরুনিয়ন এখনও পুরোপুরি ফিট হননি। অনেক ফুটবলার ক্লান্ত, একথা মানতে চান না কোচ মোলিনা। তবে চেন্নাইতে বেশ গরম এটা ভাবতে হবে। কোচ মনে করেন, দুটো খেলার মধ্যে চার-পাঁচদিন ব্যবধান থাকলে ভালো হয়। তবে যে কোনও পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হবে, তার জন্য ভয় পেলে
চলবে না।
মোহনবাগান দলের রক্ষণভাগকে সামাল দেবেন আশিস রাই, টম আলড্রেড, আলবার্তো রদ্রিগেস ও শুভাশিস বসু। চার ফুটবলার সতর্ক থাকবেন প্রতিপক্ষ দলের আক্রমণকে রুখে দেওয়ার জন্য। হয়তো গ্রেগ স্টুয়ার্টকে প্রথম একাদশে রাখা হবে। জেমি ম্যাকলারেন আক্রমণের প্রধান অস্ত্র হিসেবে কোচ মোলিনা ব্যবহার করবেন। মাঝমাঠের দায়িত্বে থাকবেন দীপক টাংরি, মনবীর সিং ও লিস্টন কোলাসোরা। জেসন কামিংসকে প্রথম একাদশে রাখা হবে কিনা, তা নিয়ে স্পষ্ট ধারণা দেননি। তবে, সবুজ-মেরুন ব্রিগেডের ফুটবলাররা বেশ চনমনে এবং খোলামেলা মেজাজে নিজেদের মধ্যে কথা বলতে
দেখা গেল।