• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

শহরে আসছেন কোচ মোলিনা, অনুশীলনে নামবেন মোহনবাগান দিবসে

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবস৷ মোহনবাগান দিবসের প্রাক্কালে দলের প্রধান কোচ জোসে মোলিনা কলকাতায় আসছেন ২৮ জুলাই৷ মোহনবাগান সুপার জায়ান্টসের প্রধান কোচের সঙ্গে থাকছেন তিন নতুন সহকারী কোচ৷ ইতিমধ্যেই কোচের পছন্দমতো সহকারী কোচ হিসেবে সার্বিয়ান ইগর তাসেভেক্সিও থাকছেন৷ স্পেনের জাতীয় ফুটবল দলের স্পোর্টস ডিরেক্টর হিসেবে মোলিনা ছিলেন বিশ্বকাপ দলে৷ মোলিনা বেশির ভাগ খেলোয়াড়ি

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবস৷ মোহনবাগান দিবসের প্রাক্কালে দলের প্রধান কোচ জোসে মোলিনা কলকাতায় আসছেন ২৮ জুলাই৷ মোহনবাগান সুপার জায়ান্টসের প্রধান কোচের সঙ্গে থাকছেন তিন নতুন সহকারী কোচ৷ ইতিমধ্যেই কোচের পছন্দমতো সহকারী কোচ হিসেবে সার্বিয়ান ইগর তাসেভেক্সিও থাকছেন৷ স্পেনের জাতীয় ফুটবল দলের স্পোর্টস ডিরেক্টর হিসেবে মোলিনা ছিলেন বিশ্বকাপ দলে৷ মোলিনা বেশির ভাগ খেলোয়াড়ি জীবনটা কেটেছে সার্বেরিয়ায়৷ তারপরে কোচিং জীবনটা তাঁর অতিবাহিত হয়েছে স্পেনে৷ লা লিগার নামি ক্লাবে কোচিং দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ উয়েফা প্রো লাইসেন্সধারী ইগর নামি ডিফেন্ডার ছিলেন৷ তাই মোলিনার সঙ্গে সবুজ-মেরুন ডিফেন্সকে শক্ত করার জন্য তাঁর উপস্থিতি অবশ্যই বড় প্রাপ্তি হবে৷ আবার গোলকিপার কোচ হিসেবে এবার বিশাল কাইথ এবং ধীরাজ সিংদের অনুশীলন করাবেন গোলরক্ষক কোচ ফ্রান্সিকো জোসে মার্টিনেজ নিওন৷ গোলরক্ষক হিসেবে তিনি বেশির ভাগ সময়টা কাটিয়েছেন স্পেনে৷

পরবর্তীতে তিনি প্রশিক্ষণ দিয়েছেন৷ ফিটনেস কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে সের্জিও গার্সিয়াকে৷ তিনি লা লিগার বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন৷ কোচ মোলিনা ও তাঁর সহকারী হিসেবে তিন বিদেশির পাশে ভারতীয় সহকারী কোচ হিসেবে ফিরিয়ে আনা হচ্ছে বাস্তব রায়কে৷ ইতিমধ্যেই তিনি খুব তাড়াতাড়ি অনুশীলনে যোগ দেবেন৷ বাস্তব রায় সম্প্রতি এএফসি প্রো লাইসেন্সও করেছেন৷ কোচিং টিমের সঙ্গে যাঁরা আছেন, তাঁরা সবাই গত মরশুমে মোহনবাগানেই ছিলেন৷ দলের ডাক্তার থাকবেন নেলসন পিন্টো৷ দুই ফিজিও হিসেবে থাকছেন অভিনন্দন চ্যাটার্জি ও কৌশিক ভুঁইয়া৷ ম্যানেজারের দায়িত্ব সামলাবেন অভিষেক ভট্টাচার্য৷ প্রধান কোচ মোলিনা পুরো টিম নিয়ে ২৯ জুলাই ঐতিহাসিক মোহনবাগান দিবসে সকাল ন’টায় প্রস্ত্ততি শুরু করে দেবেন৷ ফুটবলাররা তার আগেই শহরে চলে আসবেন৷ ইতিমধ্যেই বৃহস্পতিবার শহরে এসে গেছেন সবুজ-মেরুন শিবিরের স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেড৷ মূল অনুষ্ঠান শুরু করার আগে তিনি যুব দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন৷