ভারতীয় শিবিরে কড়া বার্তা কোচ গম্ভীরের

মুম্বই— যখন ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর তখন খেলোয়াড়রা নিজের ইচ্ছা মতো কাজ করবেন-তা হয় না। সেই কথাটা আবার নতুন করে দেখা দিল পর পর দুটো টেস্ট নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়ে ভারতীয় দলে। ইতিমধ্যে সিরিজ তুলে নিয়েছে নিউজিল্যান্ড। তবুও আগামী ১ নভেম্বর থেকে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে ক্রিকেটারদের সতর্ক করে দিলেন কোচ গৌতম গম্ভীর। ক্রিকেটাররা যা খুশি করবেন তা কোনও ভাবে মেনে নেওয়া যাবে না। তাই সতর্ক করে খেলোয়াড়দের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন কোচ।

জানা গিয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসন্ন তৃতীয় টেস্ট ম্যাচে কোনও অপশনাল ট্রেনিং থাকছে না। বলা হয়েছে আগামী ৩০ ও ৩১ অক্টোবর অনুশীলনে সবাইকে উপস্থিত থাকতে হবে। একেবারে বাধ্যতামূলক। এই টেস্ট ম্যাচকে কোনও ভাবে হালকা চালে নেওয়া যাবে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ম্যাচের আগের দিন অপশনাল ট্রেনিং রাখা হয়ে থাকে। যে সব খেলোয়াড়দের সময় ভাল যায় না তাঁরাই অনুশীলনে আসেন। তারপরে যাঁদের মন চায় তাঁরাই আসেন। অনুশীলন বাধ্যতামূলক থাকে না। আসলে ম্যাচের দিন অনুশীলন করে খেলোয়াড়রা যাতে ক্লান্ত হয়ে না পড়েন তা দেখা হতো। কিন্তু এবারে সবাইকে অনুশীলনে আসতেই হবে। খেলার আগে এই দুইদিন ফাইনাল অনুশীলনের কথা জানিয়ে দিয়েছেন কোচ গৌতম গম্ভীর।

এখন প্রশ্ন মুম্বই টেস্টের আগে কেন অপশনাল ট্রেনিং তুলে দেওয়া হল? সুত্রের খবর সিনিয়র খেলোয়াড়রা বিশ্রামের নামে হোটেলে না তেকে বাড়িতে চলে গেলেন। বিশেষ করে স্থানীয় ক্রিকেটাররা যাতে এই ব্যাপারটা না করতে পারেন-তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনও ভাবে খেলোয়াড়দের ছন্দপতন না ঘটে সেদিকে নজর দেওয়া হয়েছে। রোহিত শর্মা ও বিরাট কোহলিরা একটু অফ ফর্মে রয়েছেন। তাঁদের ব্যাট থেকে রান আসছে না। অস্ট্রেলিয়া সফরের আগে সিনিয়র খেলোয়াড়দের আরও সিরিয়াস হওয়ার কথা বলা হয়েছে।


আসলে ভারতীয় দল পরপর দুটি টেস্টে নিউজিল্যান্ডের কাছে যেভাবে হারের লজ্জায় মুখ লুকিয়েছে-তা মেনে নেওয়া সম্ভব নয়। পাঁচ দিনের টেস্ট তিন দিনে শেষ হয়ে যাচ্ছে। প্রথম টেস্টে বেঙ্গালুরু মাঠে প্রথম ইনিংসে ভারতীয় দল মাত্র ৪৬ রানে সবাই আউট হয়ে গিয়েছিল। ওই ম্যাচে ভারতীয় দলের হেরে যাওয়াটা যেমন লজ্জার, তেমনি পুনের মাঠে দ্বিতীয় টেস্ট ম্যাচে হারটা মেনে নেওয়া সম্ভব নয়। নিউজিল্যান্ডের সান্টানারের ঘুর্নিবলে ভারতের ব্যাটসম্যানরা দিশেহারা হয়ে গেলে নতুন করে কিছুবলার নেই। দ্বিতীয় টেস্টে তবুও ওয়াশিংটনসুন্দর জায়গা পেয়ে কিছু করে দেখানোর চেষ্টা করেছিলেন-কিন্তু তা কাজে আসেনি। একটা সময় ভারতের স্পিনারদের দাপট ছিল।

প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা অত্যন্তচাপে থাকতেন। এখন তা উল্টো ছবি হয়েছে। ১২ বছর বাদে ঘরের মাঠে ভারতকে সিরিজ হারাতে হল। তাও আবার নিউজিল্যান্ডের কাছে। ভারত সফরে আসার আগে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়েছিল অস্ট্রেলিয়া। আর এদিকে ঘরের মাটিতে বাংলাদেশকে হোয়াইওয়াশ করে ভারত সিরিজ দখলে রেখেছিল। তাহলে কী ভারতের অতি আত্মবিশ্বাসী খেলোয়াড়রা নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে এনেছিলেন। এরপরেই ভারতীয় দল নভেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে বর্ডার-গাভাসকার টেস্ট ম্যাচ খেলতে। তাই কোচ গৌতম গম্ভীর চাইছেন, মুম্বই মাঠে শেষ টেস্ট ম্যাচে ভারতীয় দল জয়ের জন্যে ঝাঁপিয়ে পড়ুক। তাহলে নিউজিল্যান্ড দলও বুঝতে পারবে ভারতীয় দল আত্মবিশ্বাস থেকে সরে যায়নি।