• facebook
  • twitter
Monday, 6 January, 2025

বুমরাকে আবার অধিনায়কের ব্যাটনটা হাতে দিয়ে চমক দিতে চান কোচ গম্ভীর

আসলে হয়তো তিনি জানতে পেরেছেন অধিনায়কের ব্যাটনটা তাঁর হাত থেকে চলে গেছে। তাই অনুশীলনে একেবারে সাদামাটা অবস্থায় এসেছিলেন। সঙ্গে কিটস ছিল না।

ফাইল চিত্র

সিডনি— বর্ডার-গাভাসকার ট্রফির শেষ ম্যাচে ভারতীয় দলের অধিনায়কের ব্যাটনটা আবারও কি যশপ্রীত বুমরার হাতে চলে গেল। এই প্রতিযোগিতার প্রথম টেস্টে পার্থের মাঠে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন বোলার বুমরা। শুধু নেতৃত্বই দেননি, এক কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ভারতীয় দলকে জিতিয়ে এনেছিলেন। তখন থেকেই প্রশ্ন উঠেছিল, রোহিত শর্মা দলকে যেভাবে পরিচালনা করছেন, হয়তো সেখানে কিছু ভুল বা ত্রুটি ছিল। দ্বিতীয় টেস্ট থেকে চতুর্থ টেস্ট পর্যন্ত অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকেই দেখা গিয়েছে। তিনি কোনও টেস্টেই জয়ের মুখ দেখেননি। তবে, তৃতীয় টেস্ট অ্যাডিলেডে বৃষ্টির কারণে তা অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়া দল ২-১ ম্যাচে এগিয়ে রয়েছে ভারতীয় দল থেকে। তাই সিরিজে সমতা ফিরিয়ে আনতে গেলে ভারতীয় দলকে পঞ্চম টেস্ট ম্যাচে অবশ্যই জিততে হবে। যদি পঞ্চম টেস্ট ম্যাচে ভারতীয় দল জিততে না পারে, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার অধিকার হারিয়ে ফেলবে। সেই কারণেই পঞ্চম টেস্ট ম্যাচ ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুমরা-বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়ালদের কাছে বড় চ্যালেঞ্জ। অবশ্য অস্ট্রেলিয়া দল সিরিজ জেতার জন্য এই ম্যাচটা জিততে ঝাঁপিয়ে পড়বে।

আসলে ভারতের অধিনায়ক রোহিত শর্মা সেই অর্থে একেবরেই ফর্মে নেই। যেভাবে তিনি তিনটি টেস্টম্যাচ খেললেন অস্ট্রেলিয়া সফরে তা অত্যন্ত হতাশাজনক। যার ফলে তাঁর ফর্ম একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। চতুর্থ টেস্ট শেষ হওয়ার পরেই অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে। শুধু তাই নয়, নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ও কোচ গৌতম গম্ভীরের সঙ্গে গোপন বৈঠকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন রোহিত শর্মা। তারপরেই তিনি নাকি নিজেই জানিয়ে দিয়েছিলেন দলের লাগাতার ব্যর্থতা ও নিজের ব্যাটিংয়ে সাফল্য না আসাতে তাঁর পক্ষে অধিনায়কের দায়িত্ব নেওয়াটা কঠিন হয়ে পড়ছে। শরীরী ভাষায় তিনি বলেও দিয়েছিলেন, সিডনি টেস্টের পরে অবসর নেওয়ার কথা ভাবতে পারেন। তখন থেকেই প্রশ্ন উঠেছিল, পঞ্চম টেস্টে তাহলে কি অধিনায়ক বদল করা হবে ভারতীয় দলে? তাই পঞ্চম টেস্টে সেখান থেকে রোহিত শর্মা নিয়ে নতুন করে কথা উঠতে থাকে। তাই রোহিত শর্মার জায়গায় অন্তর্বর্তী অধিনায়ক হিসেবে যশপ্রীত বুমরাকে দায়িত্ব দেওয়া হয়। সিনিয়র ক্রিকেটারের দাবি ছিল, তিনি হয়তো দলের সমস্যা সমাধান করতে পারবেন।

অনেকেই ভেবেছিলেন, যশপ্রীত বুমরার সঙ্গে কে এল রাহুল, ঋষভ পন্থের নামও অধিনায়ক হিসেবে উঠে আসতে পারে। কিন্তু অন্য কেউ দায়িত্ব নিতে চাননি। একমাত্র অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে বিরাট কোহলির নামটা ঘোরাফেরা করলেও, নির্বাচকরা মনে করেছেন, তাঁর বয়স হয়ে যাওয়াতে সেই ভাবনা থেকে সরে এসেছেন নির্বাচকরা। আসলে কোহলি ভারতীয় ক্রিকেট দলের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব। বেশ কয়েক বছর ধরেই তাঁর নেতৃত্বে ভারতীয় দল ভালো ফলাফল করেছে। ধোনির পরে ভারতের সেরা টেস্ট অধিনায়কের মধ্যে বিরাট কোহলির নামটাই সবসময় বড় করে দেখা দেয়। তবে, এই কঠিন পরিস্থিতিতে দলের অন্দরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই পরিস্থিতিকে সামাল দিতে গেলে এমন একজন ক্রিকেটারকে বাছাই করা উচিত, যেখানে অন্য কোনও প্রশ্ন থাকবে না।

স্বাভাবিকভাবেই স্পষ্ট হয়ে গিয়েছে সিডনি টেস্টে ভারতীয় দলের বস থাকছেন না রোহিত শর্মা। এখন খেলার চেয়ে ভারতীয় শিবিরে যে পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশকে কীভাবে সামাল দেওয়া যায়, সেটাই বড় কথা হয়ে দাঁড়িয়েছে। কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে অনেক সময়ই দেখা গিয়েছে মতের মিল হচ্ছে না। টেস্ট ম্যাচের আগের দিনও একসঙ্গে দেখতে পাওয়া যায়নি কোচ ও অধিনায়ককে। তাই রোহিতকে ছাড়াই সাংবাদিক বৈঠক করেন কোচ গৌতম গম্ভীর। তবে তিনি স্পষ্ট করে জানাননি, প্রথম একাদশে কারা থাকছেন। তাহলে দলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এই নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অবশ্য এইরকম ঘটনা অতীতেও হয়েছে। তার প্রধান কারণ হল কোচ ও অধিনায়ক যদি তারকা ক্রিকেটার হন, সেক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে একটা লড়াই থাকে। অতীতে কোচ অনিল কুম্বলের সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির ব্যবধান তৈরি হয়েছিল নানা প্রসঙ্গ নিয়ে। আবার এও দেখা গিয়েছে, অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে কোচ গ্রেগের বিতর্ক নিয়ে ড্রেসিং রুমে নানারকম কথাবার্তা শোনা গিয়েছিল।

অন্যদিকে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স কিছুটা বাঁকা চোখে ভারতীয় দলের দিকে তাকিয়ে বলেছেন, সিডনি টেস্টে ভারত জিতলেও শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য। এই সিরিজ শ্রীলঙ্কা যদি ২-০ ব্যবধানে জিতে যায়, তাহলে ভারতের কোনও জায়গাই থাকবে না। আসলে চলতি অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে যশপ্রীত বুমরা ছাড়া সেই অর্থে অন্য বোলাররা সেইভাবে সফল হতে পারেননি। আবার ব্যাটসম্যানদের মধ্যে যশস্বী জয়সওয়াল ছাড়া ধারাবাহিকতার অভাব রয়েছে অন্যদের। এই বিষয়টিও তুলে ধরার চেষ্টা করেছেন কামিন্স। আবার বৃহস্পতিবার অনুশীলনের সময় রোহিত শর্মাকে সেইভাবে সিরিয়াস দেখা গেল না।

আসলে হয়তো তিনি জানতে পেরেছেন অধিনায়কের ব্যাটনটা তাঁর হাত থেকে চলে গেছে। তাই অনুশীলনে একেবারে সাদামাটা অবস্থায় এসেছিলেন। সঙ্গে কিটস ছিল না। রোহিতকে দেখা গেল, পিছনে থাকা বোলারদের নিয়ে অনুশীলন করতে। এমনকি রোহিত ব্যাট করার সময় নামি কোনও ক্রিকেটারকে স্লিপে দেখতে পাওয়া যায়নি। অনুশীলনে যত না সময় কাটিয়েছেন, তার চেয়ে বেশি সময় দিয়েছেন বুমরা ও কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলে। নির্বাচক ও কোচ হয়তো চমক দেওয়ার জন্য অন্য কোনও কথা ভাবছেন। এই খবরটা পৌঁছতেই রোহিত শর্মা কিছুটা বিমর্ষ হয়ে যান।