• facebook
  • twitter
Friday, 11 April, 2025

কোচ মোলিনাকে নিয়ে ভাবনা প্রথম ছয়ে খেলার আশায় কোচ ব্রুজো

মেসি যেমন গোল পাচ্ছেন, তেমনই আবার দিয়ামানতাকোস গোলে ফিরে এসেছেন। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের ফুটবলাররা হার না মানা মনোভাবের সঙ্গে খেলতে চান।

নিজস্ব গ্রাফিক্স

নিজস্ব প্রতিনিধি— আইএসএল ফুটবলে প্রথম ছয়ের দলে খেলার জন্য ইস্টবেঙ্গল এখনও আশা ছাড়েনি। বিশেষ করে গত বুধবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসিকে হারিয়ে প্রথম জয়ের হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখাল লাল-হলুদ ব্রিগেড। সেই কারণে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন মেসি বাউলিরা। আর হয়তো সেই কারণে কোচ অস্কার ব্রুজো স্পষ্ট জানিয়েছেন, ‘আইএসএল ফুটবলে নকআউট পর্যায়ে খেলার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাবো।’ সেখানে কোনও আপোস নয়। প্রত্যেকটা ম্যাচ জেতার পরে নতুন করে ছক করতে হয় পরবর্তী ম্যাচের জন্য। তাই প্রথম ছয়ে খেঘলার জন্য অঙ্ক কষে খেলতে হবে।

ইস্টবেঙ্গল এই মুহূর্তে লিগ টেবলে অষ্টম স্থানে রয়েছে। লাল-হলুদ শিবিরে সদ্য যোগ দিয়েছেন বিদেশি ফুটবলার মেসি বাউলে। তাঁর প্রতি সবার নজর রয়েছে। মেসি গোল পাচ্ছেন। মেসি নিজেও খুশি। দলের জয় দেখতে চান তিনি। তাই সেরা খেলাটা উপহার দিতে চান মেসি। কোচ অস্কার ব্রুজোর অভিমত, প্রতিটি ম্যাচে শেষ বাঁশি বাজা না পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে ফুটবলারদের। যাঁরা কয়েক দিন আগে বলেছিলেন ইস্টবেঙ্গলের কোনও সম্ভাবনা নেই প্রথম ছয়ের দলে নাম লেখাতে। তাঁরাই এখন স্বপ্ন দেখতে শুরু করেছেন। সেই কারণে নতুন ভাবনায় আমাদের লড়াই করতে হবে। যেখানে আমরা এগারো নম্বরে ছিলাম, সেই জায়গা থেকে আটে উঠে এসেছি। আমাদের জয় ধরে রাখতে হবে। আবার অন্য ম্যাচের দিকেও নজর রাখতে হবে।

হায়দরাবাদের বিপক্ষে গোল পেয়েছেন মেসি শুধু নয়, তিনি ম্যাচের সেরাও হয়েছেন। ক্যামরুনের এই স্ট্রাইকার মেসির পাখির চোখ সামনের ম্যাচটা। তাই জয়ের ধারাকে ধরে রাখতে চান তিনি। এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মেসি যেমন গোল পাচ্ছেন, তেমনই আবার দিয়ামানতাকোস গোলে ফিরে এসেছেন। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের ফুটবলাররা হার না মানা মনোভাবের সঙ্গে খেলতে চান। আগ্রাসী মনোভাব নিয়ে প্রতিটি ম্যাচে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য সবাই প্রস্তুত হচ্ছেন। আগামী রবিবার ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। তাই অনুশীলনের সময় কোচ অস্কার ব্রুজো প্রতিটি মুহূর্তে ফুটবলারদের উদ্বুদ্ধ করছেন লড়াই করতে হবে কোন কৌশলে। তবে প্রথম দিকে ইস্টবেঙ্গল যেভাবে হারের মধ্যে ছিল, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছে লাল-হলুদ ব্রিগেড। সমর্থকরাও উৎসাহ দেওয়ার জন্য মাঠে ছুটে আসছেন। সবারই কথা, প্রথম ছয় দলে খেলার আশা হারিয়ে যায়নি ইস্টবেঙ্গলের। সেই লক্ষ্যে জয় ছাড়া আর কিছু ভাবনা নেই।

এদিকে মোহনবাগান ক্লাবের সফল কোচ হোসে মোলিনার আগামী মরশুমের জন্য চুক্তি বাড়ানো নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে মোহনবাগান কর্মকর্তারা। ২০২৪-২০২৫ চলতি মরসুমে আইএসএল শিল্ড জয়ের পর কোচ মলিনার গুরুত্ব আরো বেড়ে গেছে বলেই ধারণা। এই জয়ের মধ্য দিয়ে বাগানের ইতিহাস আরো গৌরবান্বিত হয়েছে, আর মোলিনার কোচিংয়ের ধরণ বাগানের প্রতিটা খেলোয়াড়কে উদ্বুদ্ধ করেছে।

মোলিনা যদিও ইতিমধ্যেই ক্লাবের সঙ্গে একটি চুক্তির সম্প্রসারণের ক্লজ রেখেছেন। ক্লাবের সঙ্গে মোলিনার চুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, দলের পারফরম্যান্স এবং ক্লাবের সঙ্গে তার সম্পর্কের নিরিখে।

কোচ মোলিনা তাঁর ম্যাচ পরিচালনা, এবং কৌশলের মাধ্যমে বাগানের পারফরম্যান্সকে লিগের সর্বোচ্চ স্টোরে নিয়ে গেছেন। মোহনবাগান কর্তৃপক্ষের সাথে মোলিনার চুক্তি বাড়ানো নিয়ে আলোচনা চলছে এবং এও মনে করা হচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মোলিনা আরো কিছু বছরের জন্য বাগানের সঙ্গে যুক্ত থাকবেন। বাগান আধিকারিকরা বিশ্বাস রাখছেন, মোলিনার নেতৃত্বে বাগানের খেলা আরো উঁচুমাত্রায় উঠতে পারে, যা ক্লাবকে আরও বড় মঞ্চে প্রতিযোগিতা করাতে সাহায্য করবে।