• facebook
  • twitter
Tuesday, 1 April, 2025

ডিওয়াইএফআই-এর উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার

লাঠিচার্জ পুলিশের, চলল জলকামান, টিয়ার গ্যাস

প্রতিনিধিত্বমূলক চিত্র

সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর উত্তরকন্যা অভিযান ঘিরে শুক্রবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বেকার বিরোধী দিবসে শিলিগুড়িতে পথে নেমেছিল ডিওয়াইএফআই। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মিছিল আটকাতে ব্যারিকেড করে দিয়েছিল পুলিশ। তিন বাতি মোড়ে ব্যারিকেডের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন ডিওয়াইএফআই সমর্থকরা। বিক্ষোভকারীদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ। টেনে হিঁচড়ে মীনাক্ষী সহ অন্য বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে। এই কর্মসূচি ঘিরে এলাকায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়।
শুক্রবার সকাল থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। মিছিল আটকাতে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছিল এলাকা। বন্ধ করে দেওয়া হয়েছিল জাতীয় সড়ক। ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করে পুলিশ। শিলিগুড়িতে ঢোকার আগে ডিওয়াইএফআইয়ের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা বাধে ডিওয়াইএফআই সমর্থকদের।
ছয় দফা দাবিতে উত্তরকন্যা অভিযান ডেকেছিল ডিওয়াইএফআই। কিন্তু এই কর্মসূচির কোনও পুলিশি অনুমতি ছিল না। সেই কারণে আগে থেকেই মিছিল আটকে দেওয়ার পরিকল্পনা ছিল পুলিশের। এলাকায় জারি হয়েছিল ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা।
অন্যদিকে শুক্রবারই বারাসতে সিএমওএইচ দপ্তরে অভিযানে নামে ডিওয়াইএফআই। হেলাবটতলা মোড় থেকে এই মিছিল শুরু হয়। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবং স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ ও স্বাস্থ্য পরিষেবা উন্নত করার দাবিতে এই কর্মসূচি বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব।
কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ডিওয়াইএফআই অভিযানের কটাক্ষ করে বলেন, ‘ওরা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কুঁজোরও মাঝে মাঝে চিত হতে ইচ্ছে করে।’ তিনি মন্তব্য করেন, সিপিএম তাদের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর মাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। যদি বিরোধী শক্তি হিসেবে টিকে থাকা যায়। ফিরহাদের মতে, সিপিএম কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।
তিনি আরও বলেন, ‘বাংলায় দ্বিতীয় স্থান কারা দখল করবে, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমরা প্রথম আছি এবং প্রথমই থাকব।’