• facebook
  • twitter
Wednesday, 30 April, 2025

চার্চিল ব্রাদার্সের নাম প্রত্যাহার সুপার কাপ থেকে

আই লিগের চ্যাম্পিয়ন কে হবে, সেই জটিলতা নিয়ে। ২২ ম্যাচে গোয়ার চার্চিল ব্রাদার্সের পয়েন্ট ৪০। সেখানে সমসংখ্যক ম্যাচে ইন্টার কাশীর পয়েন্ট ৩৯।

প্রতীকী চিত্র

এক সপ্তাহ পরেই শুরু হচ্ছে সুপার কাপ ফুটবল প্রতিযোগিতা। সুপার কাপে চার্চিল ব্রাদার্সের প্রথম ম্যাচ মোহনবাগানের বিরুদ্ধে। কিন্তু সুপার কাপ থেকে নাম প্রত্যাহার করে নিল চার্চিল ব্রাদার্স। ফলে চার্চিল যদি না খেলে, তাহলে প্রথম ম্যাচে ওয়াক ওভার পেয়ে যেতে পারে মোহনবাগান। যদিও এই বিষয়ে এআইএফএফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঘটনার সূত্রপাত আই লিগের চ্যাম্পিয়ন কে হবে, সেই জটিলতা নিয়ে। ২২ ম্যাচে গোয়ার চার্চিল ব্রাদার্সের পয়েন্ট ৪০। সেখানে সমসংখ্যক ম্যাচে ইন্টার কাশীর পয়েন্ট ৩৯। এখনও পর্যন্ত কোনও দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যায়নি। কারণ ইন্টার কাশী আবেদন করেছে, নামধারী এফসি তাদের বিরুদ্ধে ‘অবৈধ প্লেয়ার’ খেলিয়েছিল। সেখান থেকে যদি তিন পয়েন্ট পাওয়া যায় চ্যাম্পিয়ন হবে ইন্টার কাশী।

যদিও চার্চিল মনে করছে, তাদের বিরুদ্ধে ‘বিমাতৃসুলভ’ আচরণ করছে এআইএফএফ। এর মধ্যে সুপার কাপের সূচিও বানিয়ে ফেলেছে তারা। যেহেতু চ্যাম্পিয়ন কে নির্ধারিত হয়নি, তাই কার্যত লটারি করতে হয়েছে। যে পদ্ধতিতে ‘অনিয়ম’ ও ‘স্বচ্ছতার অভাব’ রয়েছে বলে অভিযোগ । অতএব প্রতিবাদস্বরূপ তারা সুপার কাপ থেকে নাম তুলে নিচ্ছে। সুপার কাপে তাদের ম্যাচ ২০ এপ্রিল মোহনবাগানের বিরুদ্ধে। তারা নাম তুলে নিলে ‘ওয়াকওভার’ পেয়ে পরের রাউন্ডে চলে যেতে পারে মোলিনার দল।