আইলিগ থেকে এখনই টিম তুলে নেওয়ার কোনো ভাবনায় নেই চার্চিল ব্রার্দাসের কর্নধার আলেমাও চার্চিল।ফোনে যোগাযোগ করলে তিনি বললেন,”গোয়ার সরকারের স্পোর্টসের একটা স্কীম আছে।আইলিগের টিমগুলো বছরে ৩কোটি টাকা অনুদান পায়।আগে গোয়ার ৫টা দল আইলিগ খেলতো।এখন আমার চার্চিল ব্রার্দাস একা খেলছিল।এবার ডেম্পো স্পোর্টস খেলবে।আমি মোট টাকাটা সমপরিমাণে অংশগ্রহণকারী দলের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলেছি।টিম চালানোর এখন প্রচুর খরচ বেড়েছে।টিমগুলোকে সাপোর্ট না করলে তো খুব অসুবিধা হচ্ছে।’
তিনি আরও জানালেন যে, ভারতীয় ফুটবলে চার্চিল পরিবারের অবদান কেউ অস্বীকার করতে পারবেনা। রক্তে আমাদের ফুটবল, ফুটবল আমাদের প্যাশন। আমার মেয়ে ভালেঙ্কা এআইএফএর কর্মকর্তা, আমি কিভাবে ফুটবল তুলে দেব? সল্টলেক স্টেডিয়ামে ১লাখ দর্শকের সামনে আমারা ইষ্টবেঙ্গলের মত শক্তিশালী দলকে হারিয়েছি।আবার গোয়ার মাটিতে ভর্তি স্টেডিয়ামে আইলিগে মোহনবাগানের কাছে ম্যাচ হেরে আইলিগ চ্যাম্পিয়ান হতে পারিনি।আমরা অনেকবার আইলিগ চ্যাম্পিয়ান হয়েছি।অনেকবার রার্নাস হয়েছি।কত ভালো ভালো টিম করেছি।আমরা কখনও টিম তুলে দিতে পারি?আর্থিক সমস্যা হচ্ছে।এর সমাধানে সরকারের সাহায্য চেয়েছি।এবারের আইলিগে সমস্যা থাকলেও চার্চিল ব্রার্দাস ভালো দল করবে।এবং আমরা ভালো রেজাল্ট করবো।