অসাধারণ পারফরমেন্স করে দেখিয়েছে ভারতীয় ক্রিকেটাররা সেটা নিঃসন্দেহে বলা যায়। তারকা ক্রিকেটারদের অনুপস্থিতিতে যেভাবে নিজেদের সেরা খেলাটা মেলে ধরে প্রথম টেস্টে লজ্জাজনকভাবে হারের পর ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে দলকে পাল্টা জবাব দিয়ে ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে কামব্যাক করেছে, এই পাল্টা কামব্যাক দেখে আমি তাে এখন থেকে বলে দিতে পারি, রাহানেরা আগামিদিনে সিরিজের বাকিগুলাে ম্যাচে জয় তুলে নিতে সক্ষম হবে। এমন কথাই সােমবার জানিয়ে দিলেন আত্মবিশ্বাসী ক্রিস গেইল।
তিনি আরাে বলেন, এটা তাে কামব্যাক। আগামিদিনে কীভাবে ঘুরে দাঁড়িয়ে রাহানেরা সিরিজ জয় করে সেই মুহূর্তের জন্য আমি এখন থেকে অপেক্ষা করছি। আর অস্ট্রেলিয়া দলও কিছুটা চাপের মধ্যে থাকবে কারণ যেভাবে ভারত ঘুরে দাঁড়িয়েছে সেখানে প্রত্যাশার চাপ একটা বেড়ে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে থেকে অজিদের কামব্যাক করতে গেলে আরাে শক্তি নিয়ে কামব্যাক করতে হবে সেটা আমি আগাম বলে দিতে পারি।