এবারে সন্তোষ ট্রফি ফুটবলে বিজয়ী বাংলা দলের খেলোয়াড়দের চাকরি দেবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সফল খেলোয়াড়দের সঙ্গে তিনি দেখা করলেন। শুধু তাই নয়, তিনি বলেন, বাংলার ছেলেরা আমাদের কাছে গর্বের। দীর্ঘদিন সন্তোষ ট্রফি জয়ের স্বপ্ন থেকে আমরা দূরে ছিলাম। এবারে যেভাবে বাংলার ছেলেরা অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে, তা অবশ্যই গর্ব করার মতো। মুখ্যমন্ত্রী সফল ফুটবলারদের সঙ্গে ট্রফি নিয়ে ছবি তুললেন।
তিনি আরও বলেন, আমি জানি ফুটবলাররা যদি ঠিকমতো খাওয়াদাওয়া করতে পারে, ভালো করে অনুশীলন করতে পারেন, তাহলে একদিন এঁদের থেকে অনেকেই বিশ্বকাপ খেলায় সুযোগ পেতে পারবেন। তিনি খেলোয়াড়দের চাকরি দেওয়ার পাশাপাশি বলেছেন, চাকরি করতে গিয়ে যেন ফুটবলারদের খেলায় কোনও ক্ষতি না হয়। এই সাম্মানিক চাকরি ফুটবলারদের আর্থিক সহায়তার জন্য। যেখানে চাকরি দেওয়া হবে, সেখানে তাঁদের জন্য খেলাকে প্রাধান্য দেওয়া হবে। তিনি আরও বলেন, সন্তোষজয়ী দলের জন্য ৫০ লক্ষ টাকা উপহার দেওয়া হবে।
এরপরেই সরকারের পক্ষ থেকে সমস্ত ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফদের ব্লেজার তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ফুটবলাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে পেরে দারুণ খুশি। তাঁদের অভিমত, আগামী দিনে আরও ভালো ফুটবল খেলে এই সম্মানকে অটুট রাখতে হবে। বাংলা ফুটবলে আবার সোনালি দিন ফিরিয়ে আনতে পারবে, এই বিশ্বাস নিয়ে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে লড়াই করব। কোচ সঞ্জয় সেন সহ বাংলা দলের চাকু মাণ্ডি, নরহরি শ্রেষ্ঠা ও রবি হাঁসদারা এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চান।