• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

আগামী আইপিএল ক্রিকেটে ধোনিকে খেলাতে চায় চেন্নাই

চেন্নাই– আগামী আইপিএল খেলবেন কিনা তাই নিয়ে ধোঁয়াশা কাটেনি৷ সহজে কাটবে বলেও মনে হয়না৷ তবে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি ফের মাঠে নামুন নিশ্চয় তাঁর ভক্তরা চাইবেন৷ তিনি বলতে মহেন্দ্র সিং ধোনি৷ শোনা যাচ্ছে সিএসকে-র টিম ম্যানেজমেন্টকে নাকি ধোনি জানিয়েছেন, কিছুদিন পর তিনি ব্যাপারটা খোলসা করে দেবেন৷ ইতিমধ্যে বিসিসিআই চাইছে, ধোনি ভারতীয় দলের কোচ হয়ে

চেন্নাই– আগামী আইপিএল খেলবেন কিনা তাই নিয়ে ধোঁয়াশা কাটেনি৷ সহজে কাটবে বলেও মনে হয়না৷ তবে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি ফের মাঠে নামুন নিশ্চয় তাঁর ভক্তরা চাইবেন৷ তিনি বলতে মহেন্দ্র সিং ধোনি৷ শোনা যাচ্ছে সিএসকে-র টিম ম্যানেজমেন্টকে নাকি ধোনি জানিয়েছেন, কিছুদিন পর তিনি ব্যাপারটা খোলসা করে দেবেন৷ ইতিমধ্যে বিসিসিআই চাইছে, ধোনি ভারতীয় দলের কোচ হয়ে যান৷ চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিংও মনে করেন ধোনির উচিত জাতীয় দলের দায়িত্ব নেওয়া৷ চেন্নাই সুপার কিংস ছেডে় দিতে চাইলে ফ্লেমিং কখনও ধোনিকে আটকাবেন না৷

তবে দুবাইয়ের একটা ইউটিউব চ্যানেলে ধোনি জানিয়ে দিয়েছেন, ফিটনেস ধরে রাখাটা তাঁর কাছে এখন কতটা কঠিন৷ “দেখুন এখন আমি সারা বছর ক্রিকেট খেলি না৷ ফলে ফিটনেস ধরে রাখাটা আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়৷ ফিট বিহীন কখনও তরুন বা আন্তর্জাতিক স্তরে খেলা ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিতে পারবেন না৷ তাই আমার পক্ষে খেলাটা কঠিন হয়ে দাঁড়ায়৷ তাছাড়া বয়স বাড়ছে৷ বয়স তো আমায় কেউ ডিসকাউন্ট দেবে না৷” জানিয়েছেন ধোনি৷ সেই সঙ্গে তাঁর মতে, “আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর পরিবারের সঙ্গে চুটিয়ে সময় কাটিয়েছি৷ সেইসব দিনগুলো ভুলতে পারব না৷ তবে মানসিকবাবে সক্রিয় থাকার জন্য আমি চেষ্টা করি ফার্মিং বা মোটরবাইক চালাতে৷ যাতে একটা জায়গায় থেকে স্থবির না হয়ে যাই৷ এখন তো আবার ভিন্টেজ গাডি় চালাতেও আমার বেশ ভালোলাগে৷ সেই সঙ্গে রয়েছে পোষ্যরা৷ তাই সময় কাটাতে অসুবিধে হয়না৷ সমস্যা হল, ফিটনেস ধরে রাখা৷” ৪৩ বছরের ধোনি তাই চাইছেন যেভাবে হোক ফিটনেস ধরে রেখে আগামী দিনে এগোতে৷ তাহলে কি ফের আইপিএল খেলে সেই ফিটনেস ধরে রাখার চেষ্টা চালাবেন ধোনি৷ উত্তর দেবে ভবিষ্যত৷