• facebook
  • twitter
Saturday, 26 April, 2025

চেন্নাই দল প্লে-অফ ম্যাচ খেলার স্বপ্ন দেখছে

চেন্নাই সুপার কিংস আর ধোনি এ যেন সমার্থক শব্দ সে কথা নতুন করে বলার নেই। তাই তো অধিনায়ক হওয়ার পরেই চেন্নাই দলকে জয় উপহার দিয়েছেন ধোনি।

ফাইল চিত্র

চলতি আইপিএলে নাটকীয়তার মোড় যেন প্রত্যেক ম্যাচের পর বেড়েই চলেছে। প্রতিটা দলই ইতিমধ্যে ৬টি করে খেলা খেলে ফেলেছে। গত সোমবার চেন্নাই সুপার কিংস জিতেছে লখনউ সুপার জায়ন্টসের বিরুদ্ধে ৫ উইকেটে জিতেছে। পরপর ৫টি ম্যাচ হারার পর এই জয় চেন্নাই দলকে উদ্বুদ্ধ করবে। ঋতুরাজ গাইকোয়াড চোট পাওয়ার পরে দল থেকে ছিটকে যান। তাঁর পরিবর্তে অধিনায়কের ব্যাটন তুলে দেওয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনির হাতে।

চেন্নাই সুপার কিংস আর ধোনি এ যেন সমার্থক শব্দ সে কথা নতুন করে বলার নেই। তাই তো অধিনায়ক হওয়ার পরেই চেন্নাই দলকে জয় উপহার দিয়েছেন ধোনি। তিনি যে ফিনিসার তা ও স্পষ্ট হয়ে গেল। তিনি ১১ বল খেলে ২৬ রান করে অপরাজিত থাকেন। আইপিএলের লিগ টেবলে যদিও ধোনির চেন্নাই দল একদম তলানিতে রয়েছে। তাদের সংগ্রহে মাত্র ৪ পয়েন্ট। তবুও চেন্নাই আশাবাদী তারা প্লে-অফ খেলার। চলতি আইপিএলে ধোনিদের হাতে রয়েছে আর সাতটি খেলা। যার মধ্যে ৩টি ম্যাচ ঘরেকর মাঠে খেলতে হবে। যে ধোনি থাকেন, সেই দল স্বপ্ন দেখতে পারেই! চেন্নাইয়ের মতোই ৫ বার চ্যাম্পিয়ন মুম্বই দলের অবস্থা তথৈবচ। চেন্নাইকে আগামী ৭ ম্যাচেই জিততে হবে তাহলেই প্লে-অফ খেলা উঁকি দিতে পারে।

আইপিএল ক্রিকেটে শুভমন গিলের গুজরাত টাইট্যান্স লিগ টেবিলের শীর্ষে রয়েছে। ইতিমধ্যে তাঁরা ৬টি ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে। তারা জিতেছে ৪টি ম্যাচ। আর ২ টো ম্যাচে হারতে হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস। গুজরাত একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আইপিএলের শুরুটা দারুন করেছে তারা। ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কোহলির বেঙ্গালুরু। এবং চতুর্থ স্থানে অবস্থান করছে ঋষভ পন্থের লখনউ ৭টি ম্যাচ খেলে।
চলতি মরশুমে কলকাতা নাইট রাইডার্স দলে অনেক বদল হয়েছে। তবুও সেইরকম ঝলক দেখাতে পারেনি। গতবারের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দল। কেকেআর ছেড়ে শ্রেয়স যোগ দিয়েছেন পঞ্জাব কিংসে। কেকেআর প্রথম ম্যাচের পরেই ইডেনের উইকেট নিয়ে প্রশ্ন তোলেন অধিনায়ক অক্ষর প্যাটেল।

তবে ধোনি এখনও বিশ্বাস করেন সম্মিলিতভাবে বিপক্ষ দলের বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তোলা যায় তাহলে ম্যাচ জেতা খুব একটা কঠিন হবে না। তবে ভাগ্য অনেক সময় খেলা করে না। যার ফলে ভালো খেলেও অনেক সময় হার স্বীকার করতে হয়। কিন্তু তাই ভেবে লড়াকু মনোভাব থেকে সরে দাঁড়ানোটা ঠিক হবে না।