• facebook
  • twitter
Thursday, 26 December, 2024

গ্রিন টুপি হারালেন চ্যাপেল

টুপি হারানোর রহস্যটা বলতে গিয়ে চ্যাপেল বলেন, ‘এক জায়গায় বেশ কিছু জিনিস রাখা ছিল। প্রায় ১০ বছর ধরে সেগুলো ওখানে ছিল। আমরা যখন অ্যাডিলেডে চলে যাই, তখন সেই সব জিনিসগুলো দেখা হচ্ছিল।

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার গ্রেগ চ্যাপেলের নাম সবার মুখে মুখে এখনও ফেরে। যে কোনও আন্তর্জাতিক ক্রিকেটারের কাছে গ্রিন টুপির কদরটা একেবারে আলাদা। তারপরে আবার অধিনায়ক থাকাকালীন এই টুপি পাওয়া অবশ্যই মর্যাদার। কিন্তু সে গ্রিন টুপিটাই হারিয়ে ফেললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেল। কীভাবে হারালেন? না, বাড়ি বদল করতে গিয়ে অনেককিছুর সঙ্গে ওই টুপিটাও হারিয়েছেন।

গ্রেগ চ্যাপেল একটা সময় ভারতীয় দলের কোচও ছিলেন। আর কোচ থাকাকালীন বিতর্কে জড়িয়ে পড়েছিলেন গ্রেগ চ্যাপেল। সৌরভ গাঙ্গুলির সঙ্গে সেই বিতর্ক আজও সবাইকে ভাবায়। টুপি হারানোর রহস্যটা বলতে গিয়ে চ্যাপেল বলেন, ‘এক জায়গায় বেশ কিছু জিনিস রাখা ছিল। প্রায় ১০ বছর ধরে সেগুলো ওখানে ছিল। আমরা যখন অ্যাডিলেডে চলে যাই, তখন সেই সব জিনিসগুলো দেখা হচ্ছিল। ভেবেছিলাম টুপিটা ওখানেই আছে। কিন্তু ছিল না। জানি না কোথায় হারিয়ে গেল। মনে হচ্ছে ওখানেই রেখেছিলাম, কিন্তু পাওয়া গেল না।’