কার্ড নিয়ে সমস্যা

ফাইল চিত্র

মোহনবাগান সুপার জায়ান্টসকে খেলতে হবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পরের ম্যাচে। অবশ্য নর্থ ইস্ট দল ইস্টবেঙ্গলের কাছে হার স্বীকার করেছে। সেই কারণেই চাপের মধ্যে থেকে পাহাড়ি দলকে খেলেত হবে মোহনবাগানের বিরুদ্ধে। তবে মোহনবাগান দলের চোট আঘাত নিয়ে সমস্যা তৈরি হয়েছে। তবুও কোচ মোলিনা অন্য কিছু ভাবতে রাজি নন।

সবুজ মেরুন শিবিরের রক্ষণের মাঝে টম অলড্রেডের সঙ্গে জুটি বাঁধতে পারেন দীপক টাংরি। ডান দিকে আশিস রাই এবং বাঁ দিকে আশিক কুরুনিয়ন খেলবেন। আক্রমণে ম্যাকলারেনের সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট থাকবেন। যে হেতু রক্ষণে এক জন বিদেশি নেই, তাই নর্থইস্ট ম্যাচে দিমিত্রি পেত্রাতোসও শুরু থেকে খেলতে পারেন। অথবা আক্রমণে ম্যাকলারেনের পাশে জেসন কামিংসকে জুড়ে দিতে পারেন মোলিনা।
আশিক সাধারণত বাঁ দিকের উইংয়ে খেলেন। কিন্তু লিস্টন কোলাসো ফর্মে থাকায় এ মরসুমে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। পরিবর্ত হিসাবে নেমেছেন। শুভাশিসের চোট তাঁকে প্রথম একাদশে ফেরার সুযোগ করে দিয়েছে। অতীতে বেঙ্গালুরুর বিরুদ্ধেও তিনি লেফট ব্যাক হিসাবে খেলেছেন।

চেন্নাইয়েন ম্যাচে দীপেন্দু বিশ্বাসকে মোলিনা রাইট ব্যাক হিসাবে খেলালেও বিরতির পরেই তাঁকে তুলে নিতে হয়। তাই আবার হয়তো ঝুঁকি নেবেন না মোলিনা। দীপেন্দু খুবই পরিশ্রম করতে জানেন। দীপেন্দু তরুণ ফুটবলার। তবে এখনও ঠিক করিনি নর্থইস্ট ম্যাচে দীপেন্দুকে প্রথম একাদশে রাখা হবে কিনা। তবে কোচ মোলিনা বলেছেন, মাঠে নামার আগে প্রথম একাদশ ঘোষণা করা হবে।