অধিনায়ক রোহিত শর্মা হতাশায় ভেঙে পড়েছেন

খেলায় বিপর্যয়ের একটি মুহূর্তে রোহিত শর্মা। ছবি: এএনআই

ভারত কোনওভাবেই নিউজিল্যান্ডের কাছে হার বাঁচাতে পারল না দ্বিতীয় টেস্টে। ১২ বছর বাদে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারাতে হল ভারতকে। কিছুদিন আগে ভারত হোয়াইট ওয়াশ করে দিয়েছিল বাংলাদেশকে। আর উল্টোদিকে নিউজিল্যান্ড ওয়াইট ওয়াশ হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। কিন্তু এবারে নিউজিল্যান্ডের হুঙ্কার থেকে ভারতীয় দল একেবারে কোণঠাসা হয়ে গেল। রোহিত-বিরাটদের পরপর দু’টি টেস্টে হারিয়ে দিয়ে অস্ট্রেলিয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য নিউজিল্যান্ড বড় পদক্ষেপ রাখল।  শনিবার ভারত হেরে গেল নিউজিল্যান্ডের কাছে। হেরে যাওয়ার পরে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, এই হারটা অবশ্যই আমাদের কাছে হতাশাজনক। কোনও সময়ের জন্য ভাবিনি, এমন অবস্থার সামনে আমাদের পড়তে হবে।

তবে নিউজিল্যান্ডের খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হবে। প্রতিটি বিষয়ে তারা আমাদের থেকে এগিয়েছিল। কিন্তু আমরা নিজেদের সেরা খেলাটা তুলে ধরতে পারিনি। তাই যে কোনও চ্যালেঞ্জের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব হয়নি। সেই কারণেই হারকে মেনে নিতে হয়েছে।

রোহিত শর্মা আবার বলেন, আমাদের আরও বেশি রান তোলার প্রয়োজন ছিল। কিন্তু সেই লক্ষ্যে পুরোপুরি ব্যর্থ হয়েছি। জিততে গেলে ২০ উইকেট যেমন ছিনিয়ে নিতে হয়, তেমনই আবার ব্যাটসম্যানদেরও সজাগ থাকতে হয়, কীভাবে স্কোরবোর্ডটাকে বড় অঙ্কে ভরিয়ে দেওয়ার জন্য। সেই লক্ষ্যে পৌঁছতেই পারা যায়নি। তবে, ভারতের স্পিনাররা ভালোই বল করেছেন। যার ফলে প্রতিপক্ষ দল বিরাট কোনও রান করতে পারেনি। তবে উইকেট নিয়ে কোনও কথা বলতে রাজি নই। এটুকুই বলতে চাই, পুণের দুঃসহ স্মৃতি এখন আমরা ভুলে থাকতে চাই। নিঃসন্দেহে অধিনায়ক রোহিত শর্মার গলায় হতাশার কথাই প্রকাশ পেল।