বর্ডার-গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হারের পরে ভারতের ক্রিকেটাররা সমালোচিত হন। অবশ্য এই হারের সমীক্ষা বলতে যা বোঝায় তা সেইভাবে স্পষ্ট হয়নি। কিন্তু রোহিত শর্মা ভারতীয় দলের দায়িত্ব তুলে নেওয়ার পরে ব্যাটিং অর্ডারের জায়গা পরিবর্তন করেন। সাধারণত রোহিত ওপেন করে থাকেন। কিন্তু প্রথম টেস্টে লোকেশ রাহুল ওপেনার হিসেবে খেলতে নেমে নজর কাড়েন। তাই অধিনায়ক রোহিত ব্যাটিং অর্ডার বদল না করে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলতে নামেন এক রান না পাওয়ায় কথা উঠেছে। এমনকী ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার পরামর্শ দিয়েছেন পুরনো জায়গায় অর্থাৎ ওপেনার হিসেবে খেলতে রোহিতকে।
আগামী ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে। বুধবার রোহিত ব্রিগেড উড়ে যাবে ব্রিসবেনে। এখন পুরোদমে এখানে অনুশীলন করে চলেছেন ভারতের ক্রিকেটাররা। গোলালী বলে টেস্ট ম্যাচ শেষ হওয়ার পরে হাতে দুইদিন থাকায় রোহিত কোহলিরা চুটিয়ে নেটে প্র্যাকটিশ করেছেন। আসলে ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয়ে হারতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। তাই বিশেষ করে ভারতের ব্যাটসম্যানদের বেশি করে অনুশীলনে সময় দিতে দেখা গেল। তাই রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, নীতিশ রেড্ডি ও বিরাট কোহিলরা বেশিক্ষণ নেটে অনুশীলন করায় অন্যরা সেইভাবে বড় সময় পাননি। তাহলে তৃতীয় টেস্টে রোহিত শর্মা ওপেন করতে মাঠে নামবেন। এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। এমনকী রোহিতের শরীরী ভাষায় সেই আভাষ খুঁজে পাওয়া যায়নি। নেটে দেখা যায় শুরুতেই ব্যাট করলেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলকে। আর রোহিতকে দেখা গেল চার নম্বরে। তাই মনে করা হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে রোহিতকে দেখাটা কোনও ভুল হবে না। অ্যাডিলেডে ৬ নম্বরে খেলতে নেমে রোহিত রান পাননি। দুই ইনংসে রোহিতের ব্যাটে এসেছে ৩ এবং ৬ রান। ছন্দে ফিরতে মরিয়া অধিনায়ক রোহিত শর্মা।
এদিকে এদিনের অনুশীলনে ছিলেন না দলের সহকারী অধিনায়ক যশপ্রীত বুমরা। তিনি বিশ্রামে রয়েছেন। আসলে তাঁর পরিশ্রম বেশি হয়ে গেছে। সেই কারণে টিম ম্যানেজমেন্ট কোনও রকম ঝুঁকি নিতে চাননি বলেই বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। শুধু বুমরা নন, বিশ্রামে রয়েছেন দ্রুতগামী বোলার মহম্মদ সিরাজ। শুক্রবার ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময়ে ভোর ৫-৫০ মিনিটে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে-প্রথম দিনের খেলায় সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
এদিকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি বলেছেন, ভারতের ক্রিকেটারদের সাহসী ভূমিকা নিতে হবে। যা ভুল হয়েছে তা নিয়ে ভাবতে হবে না। দ্বিতীয় টেস্ট ম্যাচে হারের কথা ভারতীয় ক্রিকেটারদের ঝেরে ফেলতে হবে। ভারত যদি ঠিক মতো খেলতে পারে তাহলে সিরিজের ফলাফল হবে ভারতের পাশে। ভারত ৪-১ ম্যাচে জিতে অস্টেলিয়াকে জবাব দিতে পারবে। এটা ঠিক ভারতের পরবর্তী তিনটি টেস্ট ম্যাচ অত্যন্ত ভাইটাল। অস্ট্রেলিয়া হেরে গেলেও তাদের সামনে আরও পাঁচটা ম্যাচ আছে। আশা করা যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া ও ভারত খেলবে। সেই দিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট দুনিয়া।