• facebook
  • twitter
Friday, 22 November, 2024

স্টোয়নিসের সাহসী ভূমিকায় অধিনায়ক রাহুলের প্রশংসা

চেন্নাই— লখনউ সুপার জায়ান্টসের অস্ট্রেলিয় অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস গত মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমে বাজিমাত করলেন৷ লখনউ দলের হয়ে মার্কাস মাঠে নামতেন পাঁচ নম্বরে৷ কিন্ত্ত হঠাৎই চেন্নাইয়ের বিরুদ্ধে তাঁকে মাঠে নামানো হয় তিন নম্বরে৷ তিন নম্বরে মাঠে নেমে তিনি খেলার চরিত্র একেবারে বদলে দিলেন৷ শুধু বদলে দিলেন না, লখনউ দলের জয় এনে দেওয়ার

চেন্নাই— লখনউ সুপার জায়ান্টসের অস্ট্রেলিয় অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস গত মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমে বাজিমাত করলেন৷ লখনউ দলের হয়ে মার্কাস মাঠে নামতেন পাঁচ নম্বরে৷ কিন্ত্ত হঠাৎই চেন্নাইয়ের বিরুদ্ধে তাঁকে মাঠে নামানো হয় তিন নম্বরে৷ তিন নম্বরে মাঠে নেমে তিনি খেলার চরিত্র একেবারে বদলে দিলেন৷ শুধু বদলে দিলেন না, লখনউ দলের জয় এনে দেওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিলেন৷ স্টোয়নিসের ব্যাট থেকে ৬৩ বলে ১২৪ রান এসেছে৷ শুধু তাই নয়, অপরাজিত থেকেছেন তিনি৷ জায়গা পরিবর্তন করে অস্ট্রেলিয় এই অলরাউন্ডারকে মাঠে নামিয়ে লখনউ দল যে জয় পেয়েছে, তা অবশ্যই প্রশংসনীয়৷ স্টোয়নিসকে আগে কেন ব্যাট করতে পাঠানো হল, এই বিষয়ে অধিনায়ক লোকেশ রাহুল স্পষ্ট জানিয়েছেন, সাধারণত তিনি পাঁচ নম্বরেই ব্যাট করতে অভ্যস্ত ছিলেন৷ কিন্ত্ত ভাগ্য পরিবর্তন করার জন্য এই চিন্তাধারা নিতে হয়েছে৷ আসলে মনে হয়েছে একজন সাহসী ব্যাটসম্যান দরকার৷ পাওয়ার প্লে’র সুবিধা কাজে লাগানোর জন্য প্রথম তিন ব্যাটসম্যানের মধ্যে এমনই একজন ব্যাটসম্যানকে রাখা উচিত, যে শক্ত হাতে প্রতিপক্ষ দলের বোলারদের উড়িয়ে দিতে পারেন৷ তাই টি-টোয়েন্টি ক্রিকেটে গত দু’বছরে অনেককিছুই বদলে গেছে৷ সেই বদলে যাওয়া পরিস্থিতিকে সামাল দেওয়ার মতো স্টোয়নিসের মতো খেলোয়াড় দরার৷ এখন তো ১৭০-১৮০ রান করেও জয় নিশ্চিত করা যায় না৷ যত বেশি রান তোলা যায়, পাওয়ার প্লেতে তাহলে অনেকটা সুবিধা আদায় করে নেওয়া যায়৷ ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের প্রভাবও রয়েছে৷ স্টোয়নিসকে তিন নম্বরে মাঠে নামিয়ে কোনও ভুল হয়নি সিদ্ধান্তে, তা বলেছেন অধিনায়ক লোকেশ রাহুল৷ লোকেশ বলেন, লখনউয়ের এই জয়ের পিছনে তাঁর বুদ্ধিদীপ্ত ব্যাটিং ও সাহসী ভূমিকাকে অবশ্যই সেলাম করতে হবে৷ তাঁর আগ্রাসী মনোভাব যে কোনও দলের কাছে বড় হাতিয়ার হয়ে দেখা দেবে৷ তিনি আরও বলেন, দুই ওপেনার ছাড়া ব্যাটিং অর্ডার নিয়ে কোনও স্থায়ী পরিকল্পনা কোনও দলের থাকে না৷ তাই সবাইকে সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়৷ যখন যেমন নামানোর প্রয়োজন হবে, তখনই তাকে নামানো হয় দলের স্বার্থে৷ ম্যাচের পরে স্টোয়নিস বলেন, ‘শুরু থেকেই আক্রমণ করব, এরকম কোনও ভাবনা ছিল না৷