যখন দুবাইতে ভারত ও পাকিস্তানের ক্রিকেট যুদ্ধে ক্রিকেটাররা সামিল। তখন ভারতের পয়লা নম্বর বোলার যশপ্রীত বুমরা সেখানে পৌঁছে গেলেন। ক্রিকেট মাঠে আসেন বুমরা বর্ষসেরা বোলার হিসেবে পুরস্কার নিতে। ম্যাচ শুরু হওয়ার আগেই বুমরার হাতে পুরস্কার তুলে দিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার মনোনিত হয়েছেন যশপ্রীত বুমরা।
২০২৪ সালে অসাধারণ পারফরমেন্সের জন্যে এই সম্মান পান বুমরা। টি-২০ বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের সম্মান পান তিনি। আবার টেস্ট ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ৭১টি উইকেট। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হলেন যশপ্রীত বুমরা।
ম্যাচ শুরু হওয়ার আগে সাদা জামা পরে মাঠে প্রবেশ করেন। জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর ও অন্যান্যদের সঙ্গে কথা বলেন। কাছে টেনে নিয়ে বিরাট কোহলিকে বুকে জড়িয়ে ধরেন বুমরা। এমন কী শামির সঙ্গে বেশ কিছুটা সময় অতিবাহিত করেন। দীর্ঘ ১৫ মাস পর মাঠে মুখোমুখি শামি ও যশপ্রীত বুমরা।