• facebook
  • twitter
Friday, 22 November, 2024

টি-২০ বিশ্বকাপে বুমরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন : মিলার

মুম্বই— আর অল্প কিছুদিনের মধ্যেই আইপিএল ক্রিকেট শেষ হয়ে যাবে৷ তারপরেই সবার চিন্তা থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলাকে ঘিরে৷ এই মুহূর্তে যাঁরা আইপিএল ক্রিকেটে সতীর্থ খেলোয়াড় হিসেবে একই দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন, তাঁরাই আবার বিশ্বকাপে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে মাঠে নামবেন৷ সেই কারণেই প্রতিটি দলের খেলোয়াড়রা ভারতের খেলোয়াড়দের প্রতি আলাদা

মুম্বই— আর অল্প কিছুদিনের মধ্যেই আইপিএল ক্রিকেট শেষ হয়ে যাবে৷ তারপরেই সবার চিন্তা থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলাকে ঘিরে৷ এই মুহূর্তে যাঁরা আইপিএল ক্রিকেটে সতীর্থ খেলোয়াড় হিসেবে একই দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন, তাঁরাই আবার বিশ্বকাপে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে মাঠে নামবেন৷ সেই কারণেই প্রতিটি দলের খেলোয়াড়রা ভারতের খেলোয়াড়দের প্রতি আলাদা নজর রাখছে৷ বিশেষ করে ভারতীয় দলে সবচেয়ে ক্ষুরধার বোলার যশপ্রীত বুমরাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় পড়ে গেছে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার৷ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই ডেভিড মিলার খেলোয়াড়দের কাছে একটা কথাই বলেছেন, যশপ্রীত বুমরাকে অত্যন্ত সমীহ করে খেলতে হবে৷ আইপিএল ক্রিকেটে গুজরাট টাইটানসের হয়ে এই ব্যাটসম্যান সমস্যায় পড়েছিলেন যশপ্রীত বুমরাকে নিয়ে৷ মুম্বই ইন্ডিয়ান্সের এই জোরে বোলারকে অত্যন্ত ভয় পেতেন৷ মিলার বলেছেন, ভারতীয় দলে যে কয়েকজন প্রথম সারির ক্রিকেটার রয়েছেন, তাঁদের মধ্যে অবশ্যই এগিয়ে রাখতে হবে যশপ্রীত বুমরাকে৷

আসলে একজন ব্যাটসম্যানের দায়িত্ব থাকবে প্রতিপক্ষ বোলারকে কীভাবে মোকাবিলা করতে হয়৷ এই মুহূর্তে দুরন্ত ভূমিকা পালন করছেন যশপ্রীত বুমরা৷ হয়তো তাঁর হাতে একটা জাদু আছে৷ অনেক সময়ই প্রতিপক্ষের ব্যাটসম্যানরা বুমরার বলই বুঝতে পারেন না৷ এই তো কয়েকদিন আগে আইপিএল ক্রিকেটে ইডেন উদ্যানে কেকেআরের প্রথম সারির ব্যাটসম্যান সুনীল নারাইনকে যেভাবে আউট করলেন, তা অনেকটা অবাক করার মতো৷ নারাইন ব্যাট হাতে দাঁড়িয়ে বুমরার বলকে মোকাবিলা করার চেষ্টা করেছিলেন৷ ওই বলটা বুমরার ব্যাটের পাশ দিয়ে অনেকটা ঘূর্ণির মতো তা আঘাত করল উইকেটে৷

নারাইন একবার পিছনে তাকিয়ে দেখলেন উইকেটে লাল আালো জ্বলছে৷ এই হলেন বুমরা৷ বেশ কয়েক বছর ধরেই বুমরা দারুণ ফর্মে রয়েছেন৷ বিশ্বের অন্যতম সেরা বোলারদের মধ্যে তাঁর নামটা এখনও লেখা রয়েছে৷ তাই বুমরা হুমকি দিয়ে যে কোনও ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিতে পারেন৷ সেই কারণে ডেভিড মিলার মনে করেন, ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামার আগে বুমরাকে পরোখ করে নিতে হবে৷ কখন যে ভয়ঙ্কর রূপ নেবেন, কেউই জানেন না৷ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের একজন বোলারকে নিয়েই ভয়ে কম্পমান ডেভিড মিলার৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল খেলার অভিজ্ঞতা কতটা সাহায্য করবে, এই প্রশ্নের উত্তরে ডেভিড মিলার কোনও কথা বলতে চাননি৷

তবে বলেছেন, আইপিএল ক্রিকেটের সঙ্গে বিশ্বকাপকে মেলালে চলবে না৷ প্রথম কথা হল, দল আলাদা এবং খেলা হবে অন্য দেশের মাঠে৷ তবে এবারের আইপিএল ক্রিকেটে বিভিন্ন দলের খেলোয়াড়রা বড় রানের ইনিংস গড়েছে৷ এটা একটা ভালো দিক৷ কয়েকজন ক্রিকেটারের অসাধারণ ব্যাটিং সবার নজরে এসেছে৷ সেই কারণে বলতে পারা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলোয়াড়রা নিজেদের ঝালিয়ে নিতে পেরেছেন আইপিএল ক্রিকেটে৷ আবার ডেভিড মিলার বলেছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে শুরুর তিন ব্যাটসম্যান বেশি বল খেলার সুযোগ পান৷ মিডল অর্ডার ব্যাটসম্যানদের জন্য আবার স্ট্রাইক রেট বেশ গুরুত্বপূর্ণ৷