সেরাদের রেকর্ড ভেঙে ইতিহাসে বুমরা

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিশ্বের সর্বকালের সেরা বোলারদের মধ্যে অন্যতম পেসার বলে নাম লিখিয়ে ফেললেন বারতের যশপ্রীত বুমরা। মেলবোর্ন টেস্ট ইতিহাসের খাতায় নাম তুলে নিলেন ভারতের সহ অধিনায়ক যশপ্রীত বুমরা। ও দ্রুতগামী বোলার হিসেবে বুমরা টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।

রবিবার চতুর্থ দিনে মেলবোর্নের মাঠে ট্র্যাভিস হেডকে আউট করে টেস্ট ক্রিকেটে বুমরা ২০০ উইকেটের মাইলফলককে স্পর্শ করেন। ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র রবিচন্দ্রন অশ্বিন ওই মাইলফলক ছুঁতে পেরেছেন ৩৭টি টেস্ট ম্যাচ খেলে। আর বুমরা এই জায়গায় পৌঁছান ৪৪টি টেস্ট ম্যাচ খেলে।

বুমরা যখন ২০০ উইকেট পান তখন তাঁর গড়ছিল ১৯.৫৬। এর আগে ম্যালকম মার্শাল ২০.৯ গড় রেখে ২০০ উইকেটের মাইলফলকটি স্পর্শ করেছিলেন। জোয়েল গার্নার ২০০ উইকেট পান ২১.৪ গড় শেষে। একই গড়ে ২০০টি উইকেট পেয়েছিলেন কার্টলি অ্যামব্রোস। এদিন বুমরার বিধ্বংসী স্পেলে আর মহম্মদ সিরাজের দুরন্ত বোলিংয়ে ভারত খেলায় ফিরে এসেছে। বুমরা ৪টি উইকেট তুলে নিয়েছেন।


এদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স মহম্মদ সিরাজের আউট নিয়ে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন। সেই রিভিউ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। রিপ্লেতে দেখা যায় কমিন্সের বল সিরাজের ব্যাট ছুঁয়ে তা স্মিথের হাতে যায়। কিন্তু তার আগে বলটি মাটিতে লাগে। তাই থার্ড আম্পায়ার ‘নট আউট’ বলে ঘোষণা করেন। তারপেরে কামিন্স ডিআরএস চান। তবে কামিন্সের অনুরোধ প্রত্যাখান করে দেন মাঠের আম্পায়ার। এই রায়ে হতাশা প্রকাশ করেন প্যাট কামিন্স।