• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

ম্যান ইউতেই ব্রুনো ফার্নান্ডেজ

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড চলতি মরশুমে ভালো পারফরম্যান্স করতে না পারলেও ব্রুনো কিন্তু নিজে সেরা খেলা উপহার দিয়েছেন।

ফাইল চিত্র

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার ব্রুনো ফার্নান্ডেজকে নিয়ে জোর জল্পনা, তিনি হয়তো এবারে দল পরিবর্তন করতে চলেছেন। এই খবর চাউড় হওয়ার পরেই দলের প্রধান কোচ রুবেন অ্যামোরিন জানিয়েছেন, গুজব ছড়িয়ে কোনও লাভ নেই, ব্রুনো ফার্নান্ডেজ আমাদের দলেই থাকছেন। আসলে রিয়াল মাদ্রিদে তিনি যোগ দিতে পারেন, এমন খবর সবার মুখে মুখে ঘুরছিল। জানা গেছে, ব্রুনো ফার্নান্ডেজের সঙ্গে ইতিমধ্যেই ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবীকরণ করা হয়ে গিয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড চলতি মরশুমে ভালো পারফরম্যান্স করতে না পারলেও ব্রুনো কিন্তু নিজে সেরা খেলা উপহার দিয়েছেন। তিনি ৪৪টি ম্যাচে ১৬টি গোল যেমন করেছেন, তেমনই ১৫টি গোল করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল।

প্রধান কোচ রুবেন বলেছেন, ব্রুনোর মতো খেলোয়াড় আমাদের দলে অত্যন্ত প্রয়োজন। তাই কোনওভাবেই ছেড়ে দেওয়া চলবে না। সেই কারণে আগেভাগেই তাঁর সঙ্গে চুক্তি করা হয়েছে।

ব্রুনো নিজেও বলেছেন, আমার সম্পর্কে যে খবর প্রচার হয়েছিল, তা সঠিক নয়। আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়েই খেলব। তিরিশ বছর বয়সী ব্রুনো প্রতি মরশুমে ৫৫টি ম্যাচ খেলার পরেও তিনি পুরোপুরি ফিট। সেই কারণেই ব্রুনো অপরিহার্য খেলোয়াড় হিসেবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে নিজেকে প্রকাশ করেছেন।

News Hub