• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

রোহিতের পাল্টা জবাব দিল সম্প্রচারকারী চ্যানেল

মুম্বই– সম্প্রচারকারী চ্যানেল দর্শক টানার জন্য ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নষ্ট করছে! রবিবার সোশাল মিডিয়ায় পোস্ট করে তাদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা রোহিত শর্মা৷ এবার রোহিতের নাম না করে পালটা উত্তর দিল স্টার স্পোর্টস৷ নিজের পোস্টে রোহিত কোনও বিশেষ ঘটনার উল্লেখ করেননি৷ তিনি লিখেছিলেন, ‘আমাদেরও বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গে ব্যক্তিগত জীবন রয়েছে৷ তা মাঠেই

মুম্বই– সম্প্রচারকারী চ্যানেল দর্শক টানার জন্য ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নষ্ট করছে! রবিবার সোশাল মিডিয়ায় পোস্ট করে তাদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা রোহিত শর্মা৷ এবার রোহিতের নাম না করে পালটা উত্তর দিল স্টার স্পোর্টস৷ নিজের পোস্টে রোহিত কোনও বিশেষ ঘটনার উল্লেখ করেননি৷ তিনি লিখেছিলেন, ‘আমাদেরও বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গে ব্যক্তিগত জীবন রয়েছে৷ তা মাঠেই হোক, কিংবা ট্রেনিংয়ের সময়৷ এর আগে আমি স্টার স্পোর্টসকে কোনও কথাবার্তা রেকর্ড করতে বারণ করেছিলাম৷ কিন্ত্ত তার পরও সেটা প্রকাশ্যে ছাড়া হয়েছে৷ যা গোপনীয়তা ভঙ্গ করে৷ এক্সক্লুসিভ খবর আর দর্শক টানার দৌড়ে ওরা ক্রিকেটাদের সঙ্গে ভক্তদের সম্পর্ক নষ্ট করছে৷ দ্রুত শুভবুদ্ধির উদয় হোক৷’

তারপরই পালটা জবাব দিল স্টার স্পোর্টস৷ লখনউ ম্যাচের আগের দিন ওয়াংখেড়েতে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন রোহিত৷ ক্যামেরাম্যানকে তিনি হাতজোড় করে কথা রেকর্ড করতে বারণ করেন৷ তাঁকে বলতে শোনা যায়, ‘একটা অডিও আমার বারোটা বাজিয়ে দিয়েছে৷’ সেই ঘটনা উল্লেখ করে সম্প্রচারকারী চ্যানেল জানিয়েছে, ‘ওই কথাবার্তার কোনও অডিও রেকর্ড বা সম্প্রচার করা হয়নি৷ ভিডিওর যে অংশে এক সিনিয়র প্লেয়ার কথাবার্তা রেকর্ড করতে বারণ করেছেন, সেটুকুই চালানো হয়েছে৷ এর বাইরে ওই ঘটনার সঙ্গে আর কোনও প্রাসঙ্গিকতা নেই৷’ তারা আরও জানায়, ‘সারা বিশ্বে ক্রিকেট সম্প্রচারের ক্ষেত্রে স্টার স্পোর্টস সবসময়ই পেশাদার বিধি মেনে চলে৷ আমরা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনকে সম্মান করি৷ একই সঙ্গে প্রস্তুতির মুহূর্ত তুলে ধরে ভক্তদের কাছে নিয়ে আসি৷ সম্প্রচারকারী চ্যানেল হিসেবে এটাই আমাদের নীতি ও দায়বদ্ধতা৷’ এবার দেখার রোহিত আর কোনও উত্তর দেন কিনা৷