বেক্সিট চুক্তিতে দলের সাংসদের সমর্থন জোগাড় করতে ব্যর্থ তিনি। আগামি ৭ জুন পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির নেত্রীর পদ থেকে ইস্তফা দেবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। অর্থাৎ প্রধানমন্ত্রী পদে থেরেসা মে-র মেয়াদ আর স্বল্পকিছুদিনের জন্য। কিন্তু যুক্তরাজ্য এখন ক্রিকেট জ্বরে কাবু।
বুধবার ব্যাকিংহ্যাম প্যালেসের সামনে সেন্ট্রাল লন্ডনের অভিজাত রাস্তায় ভিন্ন ধারার উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকে ক্রিকেট বিশ্ব। এরপর রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন অংশগ্রহণকারী দশটি দলের অধিনায়ক।
তবে, এখন নিজেদের দেশে বিশ্বকাপের মহড়া বসেছে তাই নিজেকে তিনি আর ধরে রাখতে পারলেন না, সােজা ছুটে এলেন ওভাল ক্রিকেট গ্রাউন্ডে। মে কে বৃহস্পতিবার স্টেডিয়ামে যাওয়ার সময় অনেকটাই চাপমুক্ত দেখাচ্ছিল।
জানা গিয়েছে প্রাথমিকভাবে পরিকল্পনা না থাকলেও, বিশ্বকাপের দামামা বাজতেই নিজেকে আর ধরে রাখতে না পেরে সােজা দলের খেলা দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন।