ধর্ষণের দায়ে অভিযুক্ত ব্রাজিলের রোবিনহোকে জেল খাটতে হবে

সাও পাওলো— ব্রাজিলের তারকা ফুটবলার রোবিনহো কারাবাস করতেই হবে৷ ধর্ষণের দায়ে তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন৷ ব্রাজিলের একটি আদালতে বিচারকদের রায়ে ইতালির প্রাক্তন এসি মিলান ও ব্রাজিলের তারকা ফুটবলার রোবিনহো ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, কোনওভাবেই এই শাস্তি অগ্রাহ্য করা চলবে না৷ রবিনও রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটির জার্সিতে খেলেছিলেন৷ ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অফ জাস্টিস ৯-২ ভোটে রবিনওর বিরুদ্ধে এই রায় দিয়েছে৷ ৪০ বছর বয়সী রোবিনহো ধর্ষণের দায়ে ইতালিতে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়৷ ২০১৩ সালে এসি মিলানে খেলার সময় ধর্ষণের অপরাধে এই শাস্তি বলবৎ হয়৷ অবশ্য ৯ বছর আগে ইতালির মিলানের নাইট ক্লাবে আলবানিয়ার এক মহিলাকে ধর্ষণ করেছিলেন এই ব্রাজিলিয় ফুটবলার৷

ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ইতালি তাদের দেশেই রোবিনহো শাস্তি দেওয়ার চেষ্টা করেছিল৷ কিন্ত্ত ব্রাজিল নিজের দেশের নাগরিকদের অন্য দেশে প্রত্যার্পণ করে না৷ কিন্ত্ত তাতেও রবিনওর মুক্তি হয়নি৷ তাঁকে শাস্তি ভোগ করতে হবে নিজের দেশেই৷ এদিকে, রবিনওর আইনজীবী এদুয়ার্দো রাঙ্গেল ডি অ্যালকিম জানান, তিনি রবিনওর প্রতি ব্রাজিল সুপ্রিম কোর্টের দেওয়া এই আদেশের বিষয়ে আপিল করবেন৷ একই সঙ্গে কোর্টের কাছে আবেদন করবেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন এই প্রাক্তন ফুটবলারকে গ্রেফতার না করা হয়৷ শাস্তি ঘোষণা হওয়ার পরে রবিনও বড় বিপাকে পড়ে গিয়েছেন৷ এখন দেখার বিষয়, সত্যিই কি তাঁকে কারাবাস করতেই হবে, নাকি আইনজীবীর আবেদনে সুপ্রিম কোর্ট সাড়া দিয়ে অন্য কোনও রায় দেন৷