রদ্রিগোর গোলে ব্রাজিলের জয়

ব্রাজিল আবার জয় পেল। এবারে তারা হারিয়ে দিল ইকুয়েডরকে। এই জয়ের ফলে ব্রাজিল লিগ টেবলে সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে লাতিন আমেরিকার গ্রুপে চার নম্বরে উঠে এল ব্রাজিল। ইকুয়েডরের বিরুদ্ধে ১-০ গোলে জিতে এখন স্বস্তিতে রদ্রিগোরা। দলের হয়ে জয়সূচক গোলটি করলেন রদ্রিগো।

সাত ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে ব্রাজিল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে লাতিন আমেরিকার গ্রুপে চার নম্বরে উঠে এল তারা।

ইকুয়েডরের বিরুদ্ধে ৩০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন রদ্রিগো। বক্সের বাইরে বল পেয়েছিলেন তিনি। সেখান থেকেই তাঁর জোরালো শট ইকুয়েডরের ডিফেন্ডারের গায়ে বল লেগে জালে জড়িয়ে যায়। সেই গোল আর শোধ করতে পারেনি ইকুয়েডর। টানা তিনটি ম্যাচে হারের পর অবশেষে জয় পেল ব্রাজিল।


যোগ্যতা অর্জন পর্বে লাতিন আমেরিকার গ্রুপে ১০টি দল রয়েছে। এর মধ্যে ছ’টি দল সরাসরি বিশ্বকাপে সুযোগ পাবে। সপ্তম দলকে খেলতে হবে প্লে-অফ। আপাতত ব্রাজিল চতুর্থ স্থানে। শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। গত বারের বিশ্বজয়ীরা সাত ম্যাচে ১৮ পয়েন্ট পেয়েছে। দ্বিতীয় স্থানে উরুগুয়ে। তারা সাত ম্যাচে পেয়েছে ১৪ পয়েন্ট। তৃতীয় স্থানে কলম্বিয়া। সমসংখ্যক ম্যাচ খেলে ১৩ পয়েন্ট পেয়েছে তারা।