• facebook
  • twitter
Sunday, 23 March, 2025

ব্রাজিল জয় পেলেও, হেরে গেল ইতালি ও পতুর্গাল

নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ইটালি এবং জার্মানি। দুই পর্বের সেই লড়াইয়ে ম্যাচে এগিয়ে থেকেও প্রথম পর্বে হেরে গেল ইটালি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

এক দিকে চলছে নেশনস লিগ, আর অন্য দিকে হচ্ছে আগামী বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব। বিশ্বের দুই প্রান্তে দেশের হয়ে লড়ছেন ফুটবলারেরা। বৃহস্পতিবার রাতে ব্রাজিল ভিনিসিয়স জুনিয়রের শেষ মুহূর্তের গোলে জয় পেল কলম্বিয়ার বিরুদ্ধে।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের লড়াই চলছে দক্ষিণ আমেরিকার দেশগুলির মধ্যে। সেখানে ব্রাজিল ২-১ গোলে জিতল কলোম্বিয়ার বিরুদ্ধে। খেলার সংযুক্ত সময়ে, ৯৯ মিনিটে, গোল করেন ভিনিসিয়াস। ভিনির গোলেই ম্যাচ জিতে নেয় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নেরা। যদিও খেলার ৬ মিনিটের মাথায় রাফিনহার গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। ভিনিসিয়সকে বক্সের মধ্যে ফাউল করেন কলম্বিয়ার দানিয়েল মুনোজ। সেখানে পেনাল্টি পেয়ে গোল করতে ভুল করেননি রাফিনহা। তবে খেয়ালের ৪১ মিনিটে কলম্বিয়ার হয়ে গোল শোধ করেন লুইস দিয়াজ। দ্বিতীয়ার্ধে ব্রাজিল আক্রমণ আনতেই থাকে কলম্বিয়ার ওপর, এবং অবশেষে খেলার সংযুক্ত সময়ে, ৯৯ মিনিটে বক্সের বাইরে থেকে লং শটে গোল করেন ভিনি। এরই সাথে ব্রাজিলের জয় পাকা হয়ে যায়।

অন্য দিকে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ইটালি এবং জার্মানি। দুই পর্বের সেই লড়াইয়ে ম্যাচে এগিয়ে থেকেও প্রথম পর্বে হেরে গেল ইটালি। ৯ মিনিটের মাথায় গোল করেছিলেন ইটালির মিডফিল্ডার সান্দ্রো টোনালি। কিন্তু প্রথমার্ধে এগিয়ে থাকা ইটালি দ্বিতীয়ার্ধে দু’গোল হজম করে। টিম ক্লেইনডিয়েনস্ট এবং লিওন গোরেৎজকা গোল করেন জার্মানির হয়ে। এই জয়ের ফলে বাড়তি সুবিধা পেয়ে রইলো জার্মানি কারণ, দ্বিতীয় পর্বে ঘরের মাঠে খেলবে জার্মানি।

আবার, নেশনস লিগেই প্রথম লেগে ০-১ গোলে ডেনমার্কের কাছে হেরে যায় পর্তুগাল। ডেনমার্কের হয়ে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা রাসমাস হোলান্ড। গোল করেই রোনাল্ডোর সামনে সিআরসেভেন এর বিখ্যাত ‘সিউ’ উৎসব করতে দেখা যায় হোলান্ডকে। দেশের হয়ে খেলতে নামলেও, হারতে হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। মাঠে দাঁড়িয়ে দেখতে হল বিপক্ষের গোলদাতা তাঁকে নকল করে উৎসব করলেন।

News Hub