বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলায় ব্রাজিল বিধ্বস্ত হয়ে যায় আর্জেন্টিনার কাছে। কেউ ভাবতেই পারেনি আর্জেন্টিনা ৪-১ গোলে ব্রাজিলকে উড়িয়ে দেবে। তারপর থেকেই ব্রাজিলের ফুটবল মহলে কোচ দরিভালকে নিয়ে নানারকম প্রশ্ন উঠতে শুরু করে। এমনকি কোচ হিসাবে আর দরিভালকে রাখা হবে কিনা গুঞ্জন শুরু হয়ে যায়। শনিবার ব্রাজিল ফুটবল ফেডারেশন ঘোষণা করে দিল, দরিভাল আর ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্বে থাকছেন না।
আগেই ভাবা হয়ে গিয়েছিল যে কোনও দিন তাঁকে সরে যেতে হতে পারে। তাই হল। তবে তাঁর জায়গায় কাকে আনা হবে তা এখনও ঘোষণা করা হয়নি। এই মুহূর্তে শোনা যাচ্ছে দুজনের নাম। যার মধ্যে একজন হলেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলেত্তি ও অপরজন হলেন জর্জে জেসুস। ২৬ মার্চ যখন আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ শুরু হয় তার আগেই আর্জেন্টিনা জেনে গিয়েছিল তাদের ২০২৬ বিশ্বকাপের টিকিট চলে এসেছে পকেটে। সেই কারণেই হোক কিংবা ব্রাজিল ফুটবলারদের ব্যর্থতা হোক, আর্জেন্টিনার কাছে পুরোপুরি বিধ্বস্ত হয় ব্রাজিল। আর্জেন্টিনা জিতে যায় ৪-১ গোলে।
সেই ম্যাচের পর বোঝা গিয়েছিল, দরিভালের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। এখন শুধু বাকি প্রহর গোণা। ব্রাজিল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, কোচ দরিভাল আর ব্রাজিল দলের দায়িত্বে নেই। বোর্ড তাঁকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতের শুভকামনা জানানো হচ্ছে। এখন থেকে আমরা বিকল্প খোঁজার কাজে নেমে পড়ব। দরিভালকে যখন দায়িত্ব দিয়ে নিয়ে আসা হয় তখনও হলুদ জার্সিধারীরা মোটেই সুবিধেজনক জায়গায় ছিলেন না। কিন্তু বিপর্যস্ত ব্রাজিলকে টেনে তোলার জন্য ফ্ল্যামেঙ্গো ও সাওপাওলোর হয়ে সফল হওয়া দরিভালের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। শুরুটা খারাপ যায়নি। এখন দেখার দরিভালের বিকল্প কার নাম ঘোষণা করে ব্রাজিল