পরের ম্যাচে ধোনিকে বল করতে গিয়ে বোলাররা চাপে পড়বে : কাইফ

মুম্বই— সিএসকে প্রাক্তন অধিনায় মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আলোচনা থেমে নেই৷ তাঁর ১৬ বল-এ ৩৭ রানের ইনিংসটি নিয়ে ক্রিকেট মহলে কথা চলছে৷ এটাও বলা হচ্ছে পরের ম্যাচে ধোনিকে হয়তো অন্য মেজাজে দেখতে পাওয়া যাবে৷ তার জন্য কি করতে হবে৷ জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ এক্স ফ্যাক্টরে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, আট নম্বরে গিয়ে ব্যাট করলে দলের সঙ্গে ধোনিরও অসুবিধা হবে৷ সেখানে নেমে বেশি বল খেলার সুযোগ পাবে না৷ আর তার ফলে দল চাপে পড়বে৷ ধোনি এখন আইপিএল ছাড়া সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছ৷ ধোনিকে আমরা দেখতে পাই আইপিএল টু আইপিএল৷ মাঝে ক্লাব ক্রিকেটেও ধোনিকে দেখতে পাবেন না৷ কিন্ত্ত বছরে দুমাসের ক্রিকেটের জন্য নিজেকে ফিট রাখতে সারা বছর পরিশ্রম করে৷ ফিটনেস ট্রেনিং করে৷ সিএসকে-র নেট শুরু হলে সবার আগে ধোনি সেখানে পৌঁছে যায়৷ ব্যাটে বল লাগিয়ে আওয়াজ শোনার চেষ্টা করে৷ দিল্লির বিরুদ্ধে সেই আওয়াজ বলে দিয়েছে ধোনি নিজেকে এখন কোথায় নিয়ে গিয়েছে৷ দিল্লির হয়ে ইশান্ত, খলিল, মুকেশরা ভাল বল করেছে৷ তবু ধোনিকে ওরা আটকাতে পারেনি৷ আমি তো বলব পরের ম্যাচে ওর সামনে দাঁডি়য়ে বোলাররা চাপে পডে় যাবে৷ মনে করবে আবার হয়তো বড় স্ট্রোক খেলে বল মাঠের বাইরে পাঠাবে৷ তবে এর জন্য ধোনিকে উপরে ব্যাট করতে হবে৷ আমার মনে হয় চার বা পাঁচে ধোনির ব্যাট করতে আসা উচিত৷ তখন কয়েকটা বল ডট খেললেও অসুবিধা হবে না৷ উল্টে নিজেকে সেট করে নেওয়ার সুযোগ পাবে৷ তারপর বড় স্ট্রোক খেলবে৷ এটাই এখন ধোনির করা উচিত৷ একবার ছন্দ পেয়ে গেলে সেই ব্যাটসম্যানকে আটকানো যায় না৷ তেমনই ধোনিকেও আটকানো যাবে না৷ চাপ থাকা বোলারদের সুযোগ এবার ধোনিকে নিতে হবে৷ তা হলে নিজের রানের সঙ্গে দলকে ভাল জায়গায় নিয়ে যেতে পারবে৷