• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

কোচ গম্ভীরকে নিয়ে বোর্ডের অভূতপূর্ব পরিকল্পনা

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর৷ সেই গৌতম গম্ভীরকে নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এক অভিনব আনুষ্ঠানিক উন্মোচন করার পরিকল্পনা গ্রহণ করেছে৷ সাধারণত দেখা যায়, কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে বা অন্য কোনও তারকা খেলোয়াড়কে নিয়ে আনুষ্ঠানিক উন্মোচন করা হয়ে থাকে৷ এবারে কোচ গৌতম গম্ভীরকে নিয়ে এমনই ভাবনার কথা প্রকাশ করেছে বোর্ড৷ আগামী সোমবার

Kolkata: Former cricketer Gautam Gambhir speaks during the event 'Rise to Leadership with Gautam Gambhir', in Kolkata, Friday, June 21, 2024. (PTI Photo) (PTI06_21_2024_000505B)

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর৷ সেই গৌতম গম্ভীরকে নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এক অভিনব আনুষ্ঠানিক উন্মোচন করার পরিকল্পনা গ্রহণ করেছে৷ সাধারণত দেখা যায়, কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে বা অন্য কোনও তারকা খেলোয়াড়কে নিয়ে আনুষ্ঠানিক উন্মোচন করা হয়ে থাকে৷ এবারে কোচ গৌতম গম্ভীরকে নিয়ে এমনই ভাবনার কথা প্রকাশ করেছে বোর্ড৷ আগামী সোমবার সাংবাদিকদের সামনে আত্মপ্রকাশ করা হবে জাতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে৷ এখনও পর্যন্ত কোচ হিসেবে গৌতম গম্ভীর প্রকাশ্যে কোনও কথা বলেননি৷ শ্রীলঙ্কা সফরের আগে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে কথা বলবেন৷ ওইদিন রাতেই শ্রীলঙ্কায় উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল৷

২৭ জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ খেলার কথা আগেই জানানো হয়েছে৷ শ্রীলঙ্কায় উড়ে যাওয়ার আগে ভারতীয় কোচ হিসেবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে গৌতম গম্ভীরকে৷ গম্ভীরকে কোচ করার জন্যে যেসব প্রস্তাব বোর্ডের সামনে রেখেছিলেন, তার মধ্যে নিজের পছন্দমতো সাপোর্ট স্টাফ বাছাই করার স্বাধীনতা অন্যতম ছিল৷ সেই মতোই অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হতে পারেন৷ এখানে উল্লেখ করা যেতে পারে, এই দুই সাপোর্ট স্টাফ গম্ভীরের সঙ্গে যুক্ত ছিলেন আইপিএল ক্রিকেটে কেকেআর দলে৷ বহুদিন ধরে এই দু’জন গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করে চলেছেন৷ তবে, কোচ গম্ভীরের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন রাহুল দ্রাবিড়ের জমানায় ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন টি দিলীপ৷