• facebook
  • twitter
Monday, 7 April, 2025

পিচ বিতর্ক নিয়ে পদক্ষেপ নিল বোর্ড

এই অভিযোগের ভিত্তিতে শোনা গিয়েছে, উইকেট নিয়ে পিচ কিউরেটর এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে আলোচনার পরিপ্রেক্ষিতে সমস্যা মিটিয়ে নেওয়া যায়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

এবারের আইপিএল ক্রিকেটে পিচ নিয়ে বিতর্ক বেশ বড় জায়গায় পৌঁছে গিয়েছে। প্রথমেই মুখ খুলেছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে বেশ জোরের সঙ্গে বলেছেন, ঘরের মাঠে যদি তাঁদের পছন্দের মতো উইকেট তৈরি না হয়, তাহলে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে পড়বে। আর এই কারণেই বিরাট কোহলিদের বেঙ্গালুরুর কাছে প্রথম ম্যাচেই হার স্বীকার করতে হয়েছে। শুধু কলকাতা দল নয়, চেন্নাই সুপার কিংসও উইকেটের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। আর এবারে কথা বলল লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে যদি দলের শক্তিকে পরিচয় দিতে গেলে পছন্দ মতো উইকেট বানাতে ব্যর্থ হলে দলও নিজস্বতা হারিয়ে ফেলে। আর এই ব্যর্থতার পিছনে বড় করে যে নামটা দেখা দেয়, তিনি হলেন পিচ কিউরেটর। ইতিমধ্যেই ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে উইকেট বানানো নিয়ে অভিযোগ পৌঁছে গিয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে শোনা গিয়েছে, উইকেট নিয়ে পিচ কিউরেটর এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে আলোচনার পরিপ্রেক্ষিতে সমস্যা মিটিয়ে নেওয়া যায়। কিন্তু সবাই যদি পিচ কিউরেটরের উপরে দোষ চাপিয়ে দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে চায়, সেটা ঠিক নয়। তাই বোর্ডের দাবি, আইপিএলে এখনও পর্যন্ত উইকেট তৈরি করার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয়নি। মোটের উপর ভালো পিচ হয়েছে। তবুও বলা হয়েছে, সমাধানের জন্য অবশ্যই আলোচনা করার প্রয়োজন রয়েছে। তাই কিউরেটরের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন। ইডেনের পিচ নিয়ে সেইভাবে কোনও সমস্যা তৈরি না হলেও লখনউ সুপার জায়ান্টসের ঘরের মাঠে পিচ নিয়ে খুশি নন খেলোয়াড়রা। যথেষ্ট ধীর গতি, মন্থর পিচ তৈরি করা হয়েছে। এই পিচে কখনওই ভালো খেলা উপহার দেওয়া সম্ভব নয়।

এদিকে কলকাতার ইডেন উদ্যানে পিচ নিয়ে প্রথমে অধিনায়ক অজিঙ্কা রাহানে কথা বললেও পরবর্তীতে দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ঘরের মাঠে যদি সুবিধা আদায় না করা যায়, তাহলে অ্যাওয়ে ম্যাচে আমরা কী করে খেলব? সেই কারণেই পিচ কিউরেটরকে সতর্ক থাকতে হবে। তিনি যদি দলের সঙ্গে কথা বলে ক্রিকেট কেমন হবে, সেই বিষয়ে উপলব্ধি করেন, তাহলেই উইকেটের চরিত্র কেমন হবে, সেইভাবেই পিচ কিউরেটর ব্যবস্থা নেবেন।