বাংলাদেশে অশান্ত পরিবেশের পরে যখন পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে খেলতে গেছে ক্রিকেট দল, তখনই শাকিব আল হাসানের বিরুদ্ধে দায়ের করা হয় একটি খুনের মামলা। সেই মামলার খবর শাকিবের কাছে পৌঁছে যায়। যেহেতু তিনি পাকিস্তানে রয়েছেন, তাই তাঁর বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি।
তবে, দেশে ফিরলে শাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে এমন কথা শোনা গিয়েছে। কিন্তু এই কঠিন সময়ে শাকিব আল হাসানের পাশে দাঁড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বর্তমান বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দোষী সাব্যস্ত না হলে জাতীয় দলে খেলার কোনও অসুবিধে নেই শাকিব আল হাসানের। অর্থাৎ এই বার্তা পৌঁছনের পরে শাকিবের খেলার ব্যাপারে আর কোনও সংশয় নেই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলায়।