বিওএ-র নির্বাচন

প্রতীকী চিত্র

বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী ২৯ নভেম্বর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। সোমবার ছিল মনোনয়ন পাত্রের স্কুটিনি। শেষে সভাপতি, সচিব, সহসভাপতি ও সহসচিবের নির্বাচন হচ্ছেই। সভাপতি পদে লড়াই হতে চলেছে বর্তমান সভাপতি স্বপন ব্যানার্জির সঙ্গে বর্তমান সহ সভাপতি চন্দন রায় চৌধুরীর। স্বপনের বিরুদ্ধে চন্দনের আট বছর আগে লড়াই হয়েছিল সচিব পদের জন্যে। ওই নির্বাচনে স্বপনের কাছে পরাস্ত হয়েছিলেন। তাই অবশ্যই সভাপতি পদে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

আসলে শাসক গোষ্ঠির প্রার্থী হিসেবে লড়াই করছেন স্বপন ব্যানার্জি। আর বিরোধি পক্ষের হয়ে প্রতি দ্বন্দ্বিতা করবেন চন্দন রায় চৌধুরী, এই পদের লড়াই নিয়ে ময়দান বেশ সরগরম হয়ে উঠছে। সচিব পদে দাঁড়িয়েছেন জহর দাস ও কল্যাণ চ্যাটার্জি। কোষাধ্যক্ষ পদে কমল কুমার মৈত্র ছাড়া আর কেউই দাঁড়াননি। সাত সহ সভাপতি পদে দাঁড়িয়েছেন এগারোজন প্রার্থী। এঁদের মধ্যে রয়েছেন বিশ্বরূপ দে, কমলেশ চ্যাটার্জি, রামানুজ মুখার্জি, সুব্রত দে, রূপেশ কর, অজয় ব্যানার্জি, দীপপ্রিয় মিত্র ও ওরিসা ধররা। চার সহ সচিব পদে লড়াইয়ে নেমেছেন আটজন তাই বিওএ-র নির্বাচন নিয়ে ক্রীড়ামহলে নানা প্রশ্ন উঠেছে।