• facebook
  • twitter
Wednesday, 18 December, 2024

বিনিয়োগকারী সংস্থার সঙ্গে ফের সংঘাত সাদা কালো শিবিরের

প্রয়োজনে লিগাল সেন দিয়ে এফআইআর করা হবে। ভুল পথে পরিচালিত করে অর্থ নেওয়ার কথা ছাড়ছি না বলে জানান সভাপতি আমিরউদ্দিন ববি। এখন কোথাকার জল কোথায় গিয়ে পড়ে সেটাই দেখবার বিষয়।

ফাইল চিত্র

আবার নতুন করে সংঘাত দেখা দিল বিনিয়োগকারী সংস্থার সঙ্গে মহমেডান স্পোর্টিং ক্লাবের। এমন কী বিনিয়োগকারী সংস্থার কর্ণধার দীপককুমার সিং সাদা কালো শিবিরের কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলে হুমকি দিলেন। এই কথা ব্যক্ত করা হয়েছে স্যোশাল মিডিয়াতে। তবে মহমেডানের পক্ষ থেকে এই ঘটনা অসত্য বলে দাবি করা হয়েছে। বাঙ্কারহিল সংস্থার ডিরেক্টর দীপক সিং-এর মন্তব্যকে ভিত্তিহীন বললেও, ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ক্লাবের কাছে ক্ষমা চাইতে হবে। এই ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। ক্লাবের সভাপতি আমির উদ্দিন ববি ও কার্যকরী সভাপতি কামারউদ্দিন সাংবাদিক বৈঠকে বলেন, শুচি গ্রপকে ভুল পথে পরিচালিত করে অর্থ নিচ্ছে অন্য বিনিয়োগকারী সংস্থা।

আরও জানা গেছে বাঙ্কার হিল গ্রুপের বশ কিছু ব্যক্তি তাদের কাছ থেকে হিসাবপত্র নেওয়ার চেষ্টা করে। এই রকম ঘটনা আরও ঘটেছে। যদি আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়-তাহলে সাদা কালো শিবিরের কার্যকর্তারাই করবেন বিনা কারণে বিনিয়োগকারী সংস্থা সত্যি যদি চলে যায়-সেই জায়গায় দল ক্ষতিগ্রস্ত হবে। তাহলে প্রয়োজনে লিগাল সেন দিয়ে এফআইআর করা হবে। ভুল পথে পরিচালিত করে অর্থ নেওয়ার কথা ছাড়ছি না বলে জানান সভাপতি আমিরউদ্দিন ববি। এখন কোথাকার জল কোথায় গিয়ে পড়ে সেটাই দেখবার বিষয়।