হারলেই সব সব শেষ নয়। এই আত্মবিশ্বাসকে সঙ্গে করেই এগোচ্ছেন সামাদরা। কোনওভাবেই হাল ছাড়ছে না মহামেডান স্পোর্টিং। হায়দরাবাদ ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চায় সাদা কালো ব্রিগেড। শেষ দুটি ম্যাচে পরাজিত হয়ে কিছুটা চাপে থাকলেও তবে সামনের ম্যাচ ধরে এগোতে চাইছে তারা। তবে চলতি আইএসএলে লড়াইতে ফিরতে গেলে জিততেই হবে অতএব পাখির চোখ শনিবারের ম্যাচে। দলের কোচ আন্দ্রে চেরনিশভ সাংবাদিক সম্মেলনে বলেন, “আমরা আমাদের কাজটা সঠিকভাবে করতে চাই।
চেরনিশভের কথায়, “আমরা লিগ টেবিলে হায়দরাবাদের থেকে উপরে আছি বলে এই ম্যাচকে হালকাভাবে নিচ্ছি না। এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ।” লক্ষ্য এখন তিন পয়েন্ট। ঘরের মাঠে এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট তুলতে চাইছে সাদা কালো ব্রিগেড। কোচের অভিমত, “আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবতে চাই। ভালো ফল করতে হবে আমাদের।
যদি ছেলেরা নিজেদের সেরাটা দিয়ে ভালো রেজাল্ট করতে পারে, তাহলে নিঃসন্দেহে সুপার সিক্সে আমরা জায়গা পাকা করে নেবো।” চেরনিশভ আরও যোগ করেছেন, তিনি বলছেন, “দলের খেলার স্টাইলটাকে ধরে দেখে এবং টিম কম্বিনেশনকে সঙ্গী করেই সাফল্য আসবে বলে আমাদের বিশ্বাস। জয়ের জন্যে মাঠে নামবে দল।” সাদা কালো সমর্থকরা আশা করছেন হায়দরাবাদের বিরুদ্ধে সেরা ম্যাচ খেলে ফুটবলাররা জয় উপহার দেবে।