সবুজ-মেরুন বিদেশিদের পাখির চোখ ডার্বি

আর কয়েকটা দিন বাদেই ডুরান্ড কাপ ফুটবলে ডার্বি ম্যাচকে সামনে রেখে মোহনবাগান সুপার জায়ান্টসের ফুটবলাররা মুখিয়ে রয়েছেন। বিশেষ করে দুই বিদেশি ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট ও জেসন কামিংস টগবগ করে ফুটছেন গোল করার জন্য। ইতিমধ্যেই তাঁরা প্রতিপক্ষ ইস্টবেঙ্গল সম্পর্কে অনেককিছুই জেনে গেছেন। তাই আত্মবিশ্বাসী বিদেশি ফুটবলাররা ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা ফুটবল লিগে ডার্বি ম্যাচে জবাব দিতে চাইছেন। এই মুহূর্তে মোহনবাগান দল বেশ টগবগ করে ফুটছে। গত বৃহস্পতিবার ডুরান্ড কাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মোহনবাগান ৬-০ গোলে হারিয়ে দিয়েছে এয়ারফোর্সকে। আর এই বড় জয়ের ফলে গ্রুপ শীর্ষে পৌঁছে গিয়েছে তারা। তাই আগামী ১৮ আগস্ট কলকাতায় ডুরান্ড ডার্বিতে যে দলই জয়ী হোক না কেন, তারা নকআউট পর্যায়ে পৌঁছে যাবে। তবে ওই ম্যাচটি ড্র হলে গোলের ব্যবধানে মোহনবাগান এগিয়ে থাকবে। তাহলেই মোহনবাগান গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বে খেলার দরজা খুলে ফেলবে।

ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে ৫ মিনিটের মাথায় অস্ট্রেলিয় তারকা জেসন কামিংস গোল করে বুঝিয়ে দিয়েছেন, গোলের কাছে বল পেলে তা ব্যর্থ হবে না। আবার স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেড তার চার মিনিট বাদে গোল করে নিজের গুরুত্বকে বুঝিয়ে দিয়েছেন। আবার জেসন কামিংসও তাঁর দ্বিতীয় গোলটি করেছেন ওই ম্যাচে 76 মিনিটের মাথায়। ওই খেলাতেই সংযুক্ত সময়ে স্কটিশ তারকা গ্রেগ স্টুয়ার্ট গোল করেন। আর গ্রেগ স্টুয়ার্ট খেলতে নেমেছিলেন পরিবর্ত খেলোয়ার হিসেবে। তাই মোহনবাগানের সমর্থকরা এই তিন বিদেশির উপরেই ভরসা রাখছেন জয় দেখার জন্য। এখানে উল্লেখ করা যেতে পারে, আইএসএল ফুটবলে দু’টি ক্লাবে লিগ-শিল্ড জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন স্টুয়ার্ট। স্টুয়ার্ট বলেছিলেন, যুবভারতী ক্রীড়াঙ্গণে কলকাতায় ডার্বি খেলার প্রবল ইচ্ছা প্রথম দিন থেকেই ছিল। আর এবারে মোহনবাগান সুপার জায়ান্টসের খেলায় আলাদা অনুভূতি আছে। তাই ওই ম্যাচটার জন্য অপেক্ষা করছি। আমার লক্ষ্য থাকবে গোল করার।