বর্ডার-গাভাসকার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে এবারে সিরিজ হাতছাড়া হল ভারতের। অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে ভারতকে হারিয়ে এই কৃতিত্ব দেখান। এই ব্যর্থতার কারণ হিসেবে প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ব্যাটিং ব্যর্থতাকেই সামনে আনলেন। সৌরভ বলেন, টেস্ট ম্যাচে জিততে গেলে ব্যাটসম্যানদের বড় ভূমিকা নিতে হয়। ভালো ব্যাট করতে না পারলে জয়ের আশা করা যায় না। টেস্ট ম্যাচে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যট থেকে রান আসা উচিত। তাঁরা যদি স্কোরবোর্ডে বড় অঙ্কের রান যোগ করতে না পারেন, তাহলে প্রতিপক্ষ দল বাড়তি সুবিধা পেয়ে যাবে। প্রত্যেকের ব্যাটে রান না আসলে দলের অবস্থা শোচনীয় হয়ে থাকে। তাই হয়েছে তিনি আরও বলেন, অবশ্য অবশ্যই নজর কেড়েছেন যশপ্রীত বুমরা দারুন বল করেছেন।
বিরাট কোহলির কথা উঠতেই সৌরভ বলেন, বুঝতে পারছি না কোথায় সমস্যাটা হচ্ছে। কোহলি অনেক বড় ক্রিকেটার। মনে করি বর্তমান অবস্থা থেকে ঘুরে দাঁড়াবেন। সমস্যা কাটিয়ে আবার ফর্মে ফিরে আসবেন বলে বিশ্বাস। তবে রোহিত শর্মার অবসর নিয়ে সেইভাবে কথা বলতে চাইলেন না সৌরভ গাঙ্গুলি। তবে তাঁর অভিমত রোহিতের সিদ্ধান্ত ব্যক্তিগত। তিনি যা ভালো বুঝবেন-তাই করবেন কোচ গৌতম গম্ভীর ব্যর্থ কী এই প্রশ্নের উত্তরে সৌরভ স্পষ্ট জানালেন—-পারফর্ম করতে হবে।