• facebook
  • twitter
Wednesday, 18 September, 2024

ভবানীপুরকে হারতে হল মহমেডান স্পোর্টিংয়ের কাছে

এদিন ভবানীপুর সেইভাবে প্রতিরোধ ও আক্রমণ গড়ে তুলতে পারেননি ভবানীপুরের খেলোয়াড়রা। মহমেডানর কাছে ধাক্কা খেয়ে ভবানীপুর পিছিয়ে পড়ল।

কলকাতা ফুটবল লিগে প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সের খেলায় বুধবার মহমেডান স্পোর্টিং মুখোমুখি হয়েছিল নৈহাটি স্টেডিয়ামে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে। কিন্তু বিরতির পরে প্রবল বৃষ্টিতে খেলাটি পরিত্যক্ত হয়ে যায়। সেই সময় কোনও দলই গোল করতে পারেনি। তাই বৃহস্পতিবার ওই ম্যাচটি বিরতির পরে যে সময়টা, তা সামনে রেখে খেলা শুরু হয়। এদিন মহমেডান স্পোর্টিং সুপার সিক্সের প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়ে দিল ভবানীপুরকে। দ্বিতীয়ার্ধে মহমেডানের দু’টি গোলই এসেছে পেনাল্টি থেকে। প্রথম গোলটি হয় ৭৩ মিনিটের মাথায়। এদিন অবশ্য মহমেডানের সাদা-কালো ব্রিগেডের আক্রমণ অনেক বেশি জোরদার ছিল। যার ফলে  ভবানীপুরের রক্ষণভাগে চাপ সৃষ্টি করছিলেন মহমেডানের ফুটবলাররা। পেনাল্টি বক্সের মধ্যে লালনঘাইাকাকে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করে লালনঘাইসাকা মহমেডান স্পোর্টিংকে এগিয়ে দেন। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে আবার পেনাল্টি পায় মহমেডান স্পোর্টিং। এবারে এই পেনাল্টি থেকে গোল করেন ইসরাফিল। ইসরাফিলের গোল থেকে মহমেডান স্পোর্টিংয়ের জয় নিশ্চিত হয়ে যায়। গ্রুপ পর্বে ভবানীপুরের ফুটবলাররা অনেকটাই দুরন্ত ভূমিকা নিয়ে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে লড়াই করেছেন। একমাত্র ইস্টবেঙ্গলের কাছে গ্রুপ পর্বে হেরেছিল ভবানীপুর। তবে এদিন ভবানীপুর সেইভাবে প্রতিরোধ ও আক্রমণ গড়ে তুলতে পারেননি ভবানীপুরের খেলোয়াড়রা। মহমেডানর কাছে ধাক্কা খেয়ে ভবানীপুর পিছিয়ে পড়ল।