• facebook
  • twitter
Tuesday, 8 April, 2025

আজ শেষ হচ্ছে বেঙ্গালুরু শীতকালীন ঘোড়দৌড়

লড়াই হওয়া উচিত ফরেসটি এবং ইলেপনারের মধ্যে। আবার আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বেঙ্গালুরু সামার সিজন চালু হবে।

প্রতীকী চিত্র

শিবনাথ দাস

শনিবার বেঙ্গালুরু উইন্টার রেসের আজ অন্তিম দিন। সবকটিই কাপের বাজি। মোট ১০টি বাজি। প্রধান বাজি ‘দ্য লিডিং ওনার ট্রফি’।

মাত্র সাতটি প্রতিযোগী অংশগ্রহণ করছে। লড়াই হওয়া উচিত ফরেসটি এবং ইলেপনারের মধ্যে। আবার আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বেঙ্গালুরু সামার সিজন চালু হবে।

মতামত
প্রথম বাজি— ১২টা ৪৫ মি., ইম্পরেডার ১, পোলেস্টার ২, কোনার্ক ৩
দ্বিতীয় বাজি— ১টা ১৫ মি., ট্রেজার চেস্ট ১, সুপার হিরো ২, আকাসি ৩
তৃতীয় বাজি— ১টা ৪৫ মি., ভিক্টোরিয়ারা ১, স্টার অনার ২, জিসমো ৩
চতুর্থ বাজি— ২টা ১৫ মি., মিস্টিকাল এয়ার ১, সুপার কাইন্ড ২, ডাবল ভিশান ৩
পঞ্চম বাজি— ২টা ৪৫ মি., বাসহা ১, ডুর্ফাই ২, অ্যাকোয়ামেটিক ৩
ষষ্ঠ বাজি— ৩টা ১৫ মি., নটি ওয়ান ১, আজেরা ২, আহেমে ৩
সপ্তম বাজি— ৩টা ৪৫ মি., ফরসেটি ১, ইলেপনার ২, মেটজিনগার ৩
অষ্টম বাজি— ৪টা ১৫ মি., ডারিংটন ১, সিগার গ্যালাক্সি ২, গোল্ড এম্পারর ৩
নবম বাজি— ৪টা ৪৫ মি., বাফাদার ১, ডেজার্ট গডেস ২, লকহিড ৩
দশম বাজি— ৫টা ১৫ মি., লিজেন্ড্র ইমপ্যাক্ট ১, চিঙ্কি-পিঙ্কি ২, এমপ্রেস বেলা ৩
দিনের সেরা— লিজেন্ড্রি ইমপ্যাক্ট

News Hub