• facebook
  • twitter
Friday, 20 December, 2024

সন্তোষ ট্রফিতে বাংলার জয়ের ধারা অব্যাহত

দু’টি ম্যাচে বাংলা ইতিমধ্যেই ৬টি গোল করে ফেলেছে। খেলার ৩৯ মিনিটে প্রথম গোলটি করেন রবি হাঁসদা। আর তারপরেই পরপর দু’টি গোল করেন নরহরি শ্রেষ্ঠা। এবারে তিনি দলের অধিনায়কও। বাংলার গোলে খেলেছেন আদিত্য পাত্র।

সন্তোষ ট্রফি ফুটবলে বাংলাকে থামানো যাচ্ছে না। মূলপর্বের খেলায় সোমবার বাংলা ৩-০ গোলে আয়োজক তেলেঙ্গানাকে উড়িয়ে দিল। পরপর দুটো ম্যাচে সঞ্জয় সেনের ছেলেরা জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার কথা বলতে শুরু করল। বাংলা প্রথম ম্যাচে জম্মু-কাশ্মীরে বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেয়েছিল। এই জয়ের ফলে আত্মবিশ্বাসী বাংলা দল দ্বিতীয় ম্যাচে তেলেঙ্গানার বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণমুখী হয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় তেলেঙ্গানাকে। বাংলার দাপটের কাছে তারা কিছুতেই দাঁড়াতে পারছিল না।

বিশেষ করে রবি হাঁসদা ও নরহরি শ্রেষ্ঠার যুগলবন্দিতে যে আক্রমণ তৈরি হয়েছিল, তাতে তেলেঙ্গানার রক্ষণভাগের ফুটবলাররা আতঙ্কে খেলার ছন্দই হারিয়ে ফেলছিলেন। যখনই নরহরির পায়ে বল গিয়েছে, তখনই প্রতিপক্ষ দলের শিবিরে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। বাংলার হয়ে এদিন দু’টি গোল করেছেন নরহরি শ্রেষ্ঠা আর অন্য গোলটি করেন রবি হাঁসদা।

গত ম্যাচে রবি হাঁসদা গোল করেছেন। আবার নরহরি শ্রেষ্ঠাও গোল পেয়েছিলেন। স্বাভাবিকভাবেই রবি হাঁসদা ও নরহরি শ্রেষ্ঠা বাংলার বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। যোগ্যতা অর্জন পর্বে বাংলা ১১টি গোল করেছিল। সেই ধারাই বজায় রেখে চলেছে মূল পর্বে। দু’টি ম্যাচে বাংলা ইতিমধ্যেই ৬টি গোল করে ফেলেছে। খেলার ৩৯ মিনিটে প্রথম গোলটি করেন রবি হাঁসদা। আর তারপরেই পরপর দু’টি গোল করেন নরহরি শ্রেষ্ঠা। এবারে তিনি দলের অধিনায়কও। বাংলার গোলে খেলেছেন আদিত্য পাত্র। এদিন আদিত্যকে কোনওভাবেই প্রতিপক্ষ দলের ফুটবলাররা অসুবিধার মধ্যে ফেলতে পারেননি। বুধবার বাংলাকে খেলতে হবে সার্ভিসেসের বিরুদ্ধে।