টেবিল টেনিসে সাফল্য বাংলার

লে-তে অনুষ্ঠিত ৬৮ তম জাতীয় স্কুল গেমস টেবিল টেনিস প্রতিযোগিতায় চোখ ধাঁধানো ফল করল পশ্চিমবঙ্গ। ৫ থেকে ৮ অক্টোবর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনূর্ধ্ব ১৯ টেবিল টেনিসের ফাইনালে মহারাষ্ট্রের কাছে ৩-১ ব্যবধানে হেরে রূপোর পদক জয় করে  পশ্চিমবঙ্গ। অন্যদিকে পাঞ্জাবকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক লাভ করে অনূর্ধ্ব ১৯ বালিকা দল। ব্যক্তিগত বিভাগে পশ্চিমবঙ্গের শঙ্খদীপ দাস মহারাষ্ট্রের কুশল চোপড়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক লাভ করেন।

এছাড়াও পশ্চিমবঙ্গের সম্প্রীতি রায় দিল্লির বনিস্কা মুদগালের কাছে ১-৩ ফলে হেরে রূপোর পদক লাভ করে বলে জানান বালক দলের কোচ সুমিত মুখার্জি এবং বালিকা দলের কোচ শ্রেয়সী শূর। এ বিষয়ে সুমিত মুখার্জি বলেন, ‘ছেলে-মেয়েদের অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্যে খেলতে হয়েছে। ব্যক্তিগত বিভাগে স্বর্ণপদকজয়ী শঙ্খদীপ দাস শ্বাসকষ্ট সঙ্গে নিয়েই জয়ী হয়েছেন। তাঁকে পরে অক্সিজেন দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়। এ বারের প্রতিযোগিতায় আমরা কোনও বাছাই দল ছিলাম না। দলগত বিভাগে প্রথম রাউন্ডেই আমরা গত বারের জয়ী গুজরাটকে হারাই’। সুমিতবাবু বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন রাজ্য সরকারকে। তিনি বলেন, রাজ্য সরকারই যাতায়াতের যাবতীয় খরচ বহন করেছে।