• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

বাংলার অভিমন্যু অনিশ্চিত, ভারত এ দলের ওপেনিংয়ে রাহুল

রোহিত এবং যশস্বী ছাড়াও নেওয়া হয়েছে অভিমন্যুকে। সেই কারণেই মনে করা হচ্ছিল রোহিত না খেললে জায়গা পাবেন তিনি। তবে রাহুলকে ওপেনার হিসাবে দেখতে চাইছে ভারতীয় দল। তিনি এক সময় রোহিতের সঙ্গে ওপেন করতেন।

ক্রিকেটার অভিমন্যু ও রাহুল। ফাইল চিত্র

হঠাৎই মত বদলে গেল। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারতীয় ‘এ’ দলের সঙ্গে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দ্বিতীয় বেসরকারি টেস্ট ম্যাচ। বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ ডাক পেয়েছেন ভারতীয় দলে। অস্ট্রেলিয়া সফরে দলে রয়েছেন তিনি। প্রথম টেস্টে অনিশ্চিত রোহিত শর্মা। সেই জায়গায় ওপেনার হিসাবে অভিমন্যু সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই লোকেশ রাহুলকে ওপেনার হিসাবে নামানো হতে পারে বলে শোনা যাচ্ছে। সেই কারণেই ভারত এ দলের হয়ে খেলিয়ে দেখে নেওয়া হবে তাঁকে।

ভারত ‘এ’ এবং অস্ট্রেলিয়া ’এ‘ দলের মধ্যে বেসরকারি টেস্ট সিরিজ় চলছে। দ্বিতীয় ম্যাচের দলে রাহুলকে নেওয়া হয়েছে। শোনা গিয়েছিল সেই ম্যাচে অভিমন্যু এবং রাহুল ওপেন করবেন। বৃহস্পতিবার থেকে মেলবোর্নে শুরু হবে সেই ম্যাচ। অভিমন্যু এবং রাহুলকে পরীক্ষার মুখে পড়তে হবে। কারণ তাঁদের মধ্যে এক জনকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনার হিসাবে দেখা যেতে পারে।

রাহুল এবং ধ্রুব জুরেলকে নিউ জ়িল্যান্ড টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হয়। তখনই বোঝা গিয়েছিল ভারত ‘এ’ দলের হয়ে খেলানো হবে তাঁদের। ভারত ‘এ’ দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে। তিনি ওপেনার। তাঁর জায়গায় ওপেন করবেন রাহুল। সেই কারণে ঋতুরাজকে মিডল অর্ডারে খেলানো হবে। বাদ পড়তে পারেন ঈশান কিশন। তাঁর জায়গায় খেলতে পারেন জুরেল। ভারতের বাকি খেলোয়াড়রা পরে যাবেন অস্ট্রেলিয়া।

ব্যক্তিগত কারণে রোহিত প্রথম টেস্টে খেলবেন না বলে শোনা যাচ্ছে। তিনি নিজেই জানিয়েছেন যে, পার্থে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অস্ট্রেলিয়া সফরের দলে তিন জন ওপেনার রয়েছেন। রোহিত এবং যশস্বী ছাড়াও নেওয়া হয়েছে অভিমন্যুকে। সেই কারণেই মনে করা হচ্ছিল রোহিত না খেললে জায়গা পাবেন তিনি। তবে রাহুলকে ওপেনার হিসাবে দেখতে চাইছে ভারতীয় দল। তিনি এক সময় রোহিতের সঙ্গে ওপেন করতেন। তবে রান না পাওয়ায় মিডল অর্ডারে নামিয়ে আনা হয় তাঁকে। কিন্তু এখন আবার তাঁকে ওপেনার হিসাবে ফেরানোর কথা ভাবা হয়েছে।